শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় তোফায়েল বলেন, “একজন মানুষ নোবেল পেয়েছেন, তার কী দম্ভ! তার কাছে নাকি সবাই যায়, তিনি নাকি কারো কাছে যান না। ”
“শ্রদ্ধা জানিয়েই বলি, আপনার কাছে আওয়ামী লীগ যাবে কেন? আপনি কে? আপনি কি নিরপেক্ষ? আপনি আওয়ামী লীগকে ভোট দিতে না করেছেন। ”
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন ইউনূস। গত ২৬ অগাস্ট ইউনূস সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নোবেলবিজয়ী বলেন, “রাজনৈতিক দলগুলোই আমার কাছে আসছে। আমি কারো কাছে যাচ্ছি না।
”
রাজনৈতিক সংকট নিরসনে ‘পরামর্শ’ চাইলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন বলেও জানান তিনি। এর কয়েকদিন আগে, এই ধরনের একটি সভায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন ইউনূস।
ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করেন ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। চুলও উড়ে যাবে।
“আমার নিজের চুল নাই, অসুবিধাও নাই। আপনার (খালেদা জিয়া) জন্মদিন নকল, চুলও নকল। নকল চুল উড়ে যায়, আসল চুল উড়ে না। ”
সংবিধানের বাইরে নির্বাচনে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন নাসিম।
আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রামে গ্রামে গিয়ে প্রচারণা চালানো হবে জানিয়ে তিনি বলেন, আমাদের ভুল থাকলে তা সংশোধন করবো।
আওয়ামী লীগের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, হাওয়া ভবন যেন আর কোনোভাবেই সৃষ্টি হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, খালেদা জিয়া সরকারের পাশে আরেকটি সরকার প্রতিষ্ঠা করেছিল। রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করেছে।
এখন আমরা বিএনপির নতুন ধারার সরকারের কথা শুনে আতঙ্কিত।
জনসভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংসদ রহমত উল্লাহ, ফজলে নূর তাপসসহ অন্য নেতারাও উন্নয়নের ধারাবাহিতকা অক্ষুণ্ন রাখতে আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।