যান্ত্রিক নগরে কেটে যাচ্ছে দিন,
মনে পড়ে সেই সোনালী দিন।
কখনো সবুজ সীমান্তে, আবার কখনো
পুরানো বাড়ির সামনে
তার যান্ত্রিক এক চোখে বহুবার হয়েছি বন্দী।
অসম্ভব ভালোলাগায় পুর্ণ ছিল সেই দিন।
মানব প্রেম আর প্রকৃতিপ্রেমের মাঝে হয়েছিলাম বিলীন;
আর কি ফিরে আসবে সেই দিন?
থাকবে সে শুধু আমার হয়ে পুরোটা দিন,
পাব কি সেই দিন?
অনির্ধারিত জীবনে, অনির্ধারিত সময়ে
হয়তো হবে সে আমার জন্য নির্ধারিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।