আমাদের কথা খুঁজে নিন

   

পুত্তলির মরিবার সাধ

সন্দেহে আছি সত্য

এখন মনে হচ্ছে পদার্থ নিয়া পড়া যাবে যে শূন্যতার ভেতর পড়ে গেছিলাম তা এবার থেকে কেটে গেলো বুঝি কারণ লেক সার্কাস এখন থেকে প্রিয়তর স্থান হয়ে উঠেছে যেখানে বাস থেকে নেমে সোজা হেঁটে চলে যায় মন কোনো বাগানবাড়িতে তার পর থেকে শুরু হয় পদার্থ নিয়া পদার্থের ভেতর বাহির নিয়া যত অযথা আলাপ এখন মনে হচ্ছে পদার্থ নিয়া পড়া যাবে কেননা দুরন্ত হৃদয় পেয়েছে এক সুনীল আকাশঘেরা বকুলের বন যার ঘ্রাণে কতিপয় প্রশ্ন তার উত্তর খুঁজবার জন্য উতলা হয়ে ওঠে কখনো ছেড়ে যাবে না সে যদি সে না যায় তবে তার জন্য সদকা দেবো পুরো হৃদয় প্রিয়তর পদার্থবিজ্ঞান সন্ধ্যা নেমে এলে এলানো হৃদয় জেগে ওঠে বাসের অপেক্ষায় ফিরে এসে সিগারেট ধরায় আত্মহত্যার পাল্লায় মেপে নিতে চায় কারণ সে পদার্থ অপদার্থ নয় নিশ্চয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.