নিজেকে হারিয়ে খুঁজি
আচ্ছা, বলতো দেখি;
এমন কি হয়?
স্বপ্নহীনা রাত আজকাল;
কুয়াশা স্মৃতির ছায়াতেই রয়?
ভুলেই যাওয়া সেই সুদুরের;
ইচ্ছেগুলি হয়েছে ক্ষয়।
আচ্ছা, দেখতো ভেবে,
পড়ছে মনে?
রাতজাগা সেই কথার মালা
অচিন কোনো, আপন সনে?
মন চাতকের পড়েনা আর
কথা যে তোর, প্রতি ক্ষনে।
আচ্ছা, আগের মতো
গাস্ কি এখন?
কুহু তালে বসন্ত তান,
গুন গুনিয়ে যখন তখন?
ছন্দ কোথাও লুকিয়া গেছে;
হারিয়ে গেছে হৃদয় কাঁপন।
নিরাবেগের ঘুনপোকারা
জাগছে জানি অতল থেকে।
ভাবনাগুলো তাই বুঝি আজ,
নীল জানালায় রাখছি এঁকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।