আমাদের কথা খুঁজে নিন

   

এসলিঙ্গেন ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স

Right is right, even if everyone is against it; and wrong is wrong, even if everyone is for it

ফাকহকশুলে এসলিংগেন বা এসলিঙ্গেন ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স জার্মানির বাদেন ভুর্টেমবার্গ রাজ্যে অবস্হিত৷ ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত৷ এই বিশ্ববিদ্যালয়ে সব মিলে ৯ টি বিভাগ আছে৷ তার মধ্যে ১৮টি বিভিন্ন ধরনের পাঠ্য বিষয়ে মাধ্যম হিসেবে জার্মান ভাষা ব্যবহার করা হয় এবং মাস্টার্সের তিনটি বিষয় ইংরেজিতে পড়া যায়৷ ৪ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে ফাখহোখশুলে এসলিঙ্গেন-এ৷ বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন ১৭৮ জন অধ্যাপক৷ আছেন তাঁদের ৯০ জন মানুষ সহযোগী৷ ১৯৬৮ সালে এই বিশ্ববিদ্যালয়টি পালন করেছে তার শতবার্ষিকী৷ এসলিঙ্গেন ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স-এ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে মাস্টার্স করার সুযোগ আছে এবং তা ইংরেজিতে৷ বেসিক সায়েন্সের এর মধ্যে পড়ছে বায়োটেকনলজি, বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভেহিক্যাল টেকনোলজি, বিজনেস ম্যানেজমেন্ট, এমবিএ এবং ইনফরমেশন টেকনোলজি৷ গ্রাজুয়েট প্রোগ্রামগুলোর মেয়াদ সাধারণত ৮ সেমিস্টার অর্থাৎ ৪ বছরের৷ প্রতিটি কোর্স শেষে জমা দিতে হয় থিসিস পেপার৷ মাস্টার্স প্রোগ্রাম এমবিএ-র বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট৷ যাঁরা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তাদের জন্য এ বিষয়টি বেশ সহজ হবে৷ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়েও এখানে পড়ানো হয়৷ প্রোগ্রাম শেষে কোন একটি জার্মান কোম্পানিতে ইন্টার্নশিপেরও সুযোগ থাকতে পারে৷ যেহেতু অর্থাৎ মার্সিডিজ বেনজ্ এবং পর্শের মত বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্হার প্রধান দপ্তরগুলো স্টুটগার্টে অবস্থিত সেহেতু এই কোম্পানিগুলোতেই ছাত্র-ছাত্রীরা তাদের ইন্টার্নশিপের জন্য আবেদন করে থাকে৷ এমবিএ-র এই প্রোগ্রামটি ১৬ মাসের একটি কোর্স৷ বিদেশী ছাত্র-ছাত্রীদের সব সময় বলা হয়, জার্মান ভাষা জানা থাকলে জার্মান কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করার সম্ভাবনা বেড়ে যাবে অনেকগুণ৷ এই কোর্সটিতে শুধু জার্মান অধ্যাপকই নয় বরং বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অধ্যাপকরাও লেকচার দেন৷ অটোমটিভ ইঞ্জিনিয়ারিং-এর এমএসসি কোর্স যেসব গাড়ী নির্মান সংস্থা আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে আছে সেসব সংস্হাগুলোর পরিকল্পনা, কৌশল ও ম্যানেজমেন্টের সাথে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে এই কোর্স৷ এই সংস্হাগুলোতে যারা দীর্ঘদিন কাজ করছে তাদের আমন্ত্রিত লেকচারার হিসেবে আনা হয়৷ মূল লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ে পারদর্শী করা৷ গাড়ী নির্মান কোম্পানী ছাড়াও বশ, সিমেন্স এবং গেরিং -এর মত কোম্পানিগুলোও কাছাকাছি অবস্থিত৷ প্রতিটি সংস্হাই বিশ্ববিদ্যালয়ের ৩০ কিলোমিটারের মধ্যে অবস্হিত৷ এমএসসি-র এই কোর্সটিতেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অতিথি লেকচারার হিসেবে আমন্ত্রণ জানানো হয়৷ এমএসসি-র এই কোর্সটি তিন সেমিস্টার অর্থাৎ ১৮ মাসের এবং এখানে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষা৷ কোর্স শেষে একটি থিসিস পেপার জমা দিতে হয়৷ ইনফর্মেশন টেকনোলজি সব শেষে এম এস সি ইন ইনফরমেশন টেকনোলজি এন্ড অটোমেশন সিস্টেম৷ তিন সেমিস্টার অর্থাত্ ১৮ মাসের কোর্স এটি. মাধ্যম ইংরেজী. আলকাটেল, বশ্, ডাইমলার ক্রাইসলার, হিউলেট প্যাকার্ড, আইবিএম এবং সিমেন্সের মত আন্তর্জাতিক সংস্হাগুলো থেকে অভিজ্ঞ কর্মকর্তারা আসেন গেস্ট লেকচারার হয়ে৷ এসব সংস্হাগুলোতেও ইন্টারর্ণশিপ করার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয়৷ এবার জানা যাক কোন ভাষায় কতটা দক্ষতা থাকা প্রয়োজন. যেহেতু এমবিএ এবং এমএসসি ইংরেজীতে করা সম্ভব সেহেতু বিদেশী ছাত্র-ছাত্রীদের অবশ্যই টোফেল স্কোর দেখাতে হবে৷ এমবিএ এর ক্ষেত্রে টোফেলে -এ অন্তত ৫৫০ নম্বর পেতে হবে অথবা আইইএলটিএস স্কোর হতে হবে অন্তত ৬.৫ এবং জিম্যাট টেস্টে উত্তীর্ণ হতে হবে৷ এমএসসির ক্ষেত্রে টোফেল স্কোর ৫৩০ অথবা আইইএলটিএস স্কোর ৬.০ এবং অবশ্যই জিআরই স্কোর দেখাতে হবে৷ জার্মান ভাষা কিছুটা জানা থাকলে বেশ সুবিধা হবে৷ জার্মান ভাষা জানা না থাকলে বিদেশী ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভাষাটি শিখতে হবে এবং অন্ততপক্ষে একটি সার্টিফিকেট দেখাতে হবে৷ এই বিশ্ববিদ্যালয়ে আবেদন পত্র জমা দেয়ার সময়সীমা ১লা সেপ্টেম্বর থেকে ৩১ শে মার্চ পর্যন্ত৷ বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটিতে যোগাযোগ করতে পারেন৷ সেখান থেকে আবেদন পত্রটিও ডাউনলোড করা সম্ভব৷অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা ছাত্র-ছাত্রীদের বেশ সাহায্য করবে৷ ফাকহকশুলে এসলিংগেনের ইঞ্জিনিয়ারিং উইথ বিজনেস স্টাডিজ বিভাগটি জার্মানিতে এবছর প্রথম স্থান অধিকার করে৷ এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং -কে প্রথম স্হানে ভূষিত করে৷ ফাকহকশুলে এসলিংগেন৷ ফাকহকশুলে এসলিংগেনের ঠিকানা Fachhochschule Esslingen Hochschule für Technik University of Applied Sciences Kanal Straße- 33 D- 73728 Esslingen Telefon: +49 (0) 711 397 49 Fax: + 49 (0) 711 397 31 00 আরেকটি ঠিকানা হচ্ছে Fachhochschule Esslingen Hochschule für Technik University of Applied Sciences Fladern Straße- 101 D- 73738 Esslingen Telefon: +49 (0) 711 397 49 Fax: + 49 (0) 711 397 40 92

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.