তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
তোর খুজে যে পাগলপারা
তারে কেন রাখিস দূরে,
তুই কি তবে মনফড়িং
মন থেকে মনে বেড়াস উড়ে...
আঘাত দিতে কারো মনে আছে যে মানা,
এতো জানিস- এতো বুঝিস
এই ই কি শুধু অজানা...
তোরে নিয়ে স্বপ্ন দেখি, সাজাই সুখের আশা,
ভুল বুঝে তুই সরে থাকিস, আরেক মনে গড়িস বাসা...
চোখের সামনে নূপুর পড়িস,
হাত ভরা তোর চুড়ি,
ডাকলে কাছে মেলিস ডানা-
মুখে কথা তুড়ি...
কপালে তোর ছোট্ট টিপ, ঠোটের কোণে বিন্দু জল,
সেই তুই যখন উড়ে বেড়াস কেমন লাগে একটু বল...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।