মন শুধু ছুটে যায় দুরে কোথাও ... ... ...
ইন্টারনেটে সার্চ দিয়ে অনেক খোজাখোজি করে শরিয়তপুরের ঘোরার জন্য উল্লেখযোগ্য জায়গাগুলো সম্পর্কে যা যা জানলাম তার তালিকা হলঃ
ফতেহ্জংপুর দুর্গ, মুঘল আমলের বিলাসখান মসজিদ, মহিসারের দিঘী, দক্ষিণ বালুচর মসজিদ, ধানুকার মনসাবাড়ি, কেদারপুরের কেদারবাড়ি, হাটুরিয়ার জমিদারবাড়ি, কার্তিকপুরের জমিদারবাড়ি, বুড়ির হাটের মসজিদ, মহিসার 'দিগম্বরী' মায়ের বাড়ি (মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন), রথিন্দ্র কান্ত ঘটক চৌধুরীর বাড়ি (দক্ষিণ বালুচর), ডিসি বাংলো, গাজী কালুর বাড়ি, তিনু ঠাকুরের বাড়ি (নরিয়া), রুদ্রকর মঠ, শহিদমিনার এবং সার্কিট হাউজ ।
যার মাঝে - "ফতেহ্জংপুর দুর্গ, ধানুকার মনসাবাড়ি, হাটুরিয়ার জমিদারবাড়ি, কার্তিকপুরের জমিদারবাড়ি, বুড়ির হাটের মসজিদ, ডিসি বাংলো, গাজী কালুর বাড়ি, রুদ্রকর মঠ, শহিদমিনার এবং সার্কিট হাউজ" - এগুলো শরিয়তপুরের কোন উপজেলায় আছে ইন্টারনেটে অনেক খুজেও পেলাম না। কেউ কি জানাবেন, এ জায়গাগুলো কোন কোন উপজেলায় ??
ঢাকা থেকে শরিয়তপুরে যেতে বাসে কোনখানে উঠতে হবে, শরিয়তপুরের ভিতরে কিভাবে কোথায় যেতে হবে, - এসম্পর্কে জানালে কৃতজ্ঞ থাকবো। ( যে যতটুকু জানেন তাই জানান)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।