www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
ইলহান এরসাইন (Ilhan Erşahin)। এক তুর্কি সেক্সোফোনবাদক এবং কম্পোজার। সুইডেনে জন্ম নেয়া এই সুরকার অবশ্য বসবাস করেন নিউইয়র্কে, যেখানে নুবলু (Nublu) নামের এক জ্যাজ ক্লাবের মালিকও তিনি বটে। ৬২ এ্যাভেনিউ’র ঐ ডাউনটাউন সঙ্গীত জগতখানি প্রাচ্য-পাশ্চাত্যের এক মিলনমেলা বুঝি! সুরের সঙ্গম! নানান সুরের সমারোহ। নানান ছন্দের নান্দনিকতা।
পূর্ব নয়। পশ্চিম নয়। এই দুইয়ের দোলাচলে দুলতে হয়। কিছু জ্যাজ। কিছু ওয়ার্ল্ড।
কিছু গ্রুভ। ডাউনটাউন নিউইয়র্কে থেকেও তার তুর্কি ঐতিহ্য কি ভুলে যেতে পারেন তিনি? ব্যস্ত-বর্ণিল ঐ নিউইয়র্কের ফুটপাত দিয়ে ডিসেম্বরের হিমহিম ঠাণ্ডায় ওভারকোটের কলারখানি একটু উঁচুতে তুলে ধরে অথবা আগষ্টের উষ্ণতায় সেন্ট্রাল-পার্কটাকে বায়ে ফেলে ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় কি মনে পড়ে কোন তুর্কি গ্রামের মেঠোপথ?
ইলহানের সুর মনে করিয়ে দেয় সঙ্গীত কোন স্থান-কাল মানে না। সে বৈশ্বিক। সে বিশ্বজনীন। সে উদার।
ডাউনলোড এ্যালবাম Harikalar Diyari: Wonderland - Ilhan Ersahin
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।