জঙ্গীবাদ দমনে সরকারেক শতভাগ সচেষ্ট হতে হবে। বিভিন্ন ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, সামান্যতম অবহেলা কিংবা যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে জাতীয় জীবনে বড় ধরণের বিপর্যয় নেমে আসতে পারে। একইসাথে আমাদের সকলকেও সতর্ক থাকতে হবে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সমাজের সর্বস্তরে জঙ্গীবাদ বিস্তারের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাড়ায়-মহল্লায় সভা সমাবেশের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী ব্রিগেড গঠন করা যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।