যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
টেলিভীশন..... দূরদর্শণ । ছোটকাল কি মাঝারিকাল প্রায় অনেক কালই একটা অদম্য আকর্ষণীয় বস্তু ছিল । এই বস্তু নিয়ে রচনা লিখছি , বক্তৃতা করেছি ।
এই যাদুরবাক্সটা এক সময় ভীষণ টানত । কিন্তু ইদানিং সেই আকর্ষনীয় বস্তুটা কেমন জানি পর পর হয়ে গেছে । শব্দ শোনা হয়, বাসায় সবসময় সেটা চলে বলে কিন্তু দেখা হয়ে উঠে না । আসলে এই যন্ত্রটা বলা যায় একরকম বাসার বুয়ার দখলেই চলে । আমার কি আমাদের সে সময় কিংবা সেই সাধ জাগে তবে হুটহাট সাধ করে সেই যাদুরবাক্সরে সামনে বসে পড়া রীতিমতন নিজের উপর অত্যাচারই বলে মনে হয় ।
কাজকর্ম সেরে ঘরে ফিরে একটু আরাম আয়েস করে বসলাম সেই টিভি দেখতে । দেখি সবাই জ্ঞান দিচ্ছেন, সকল চ্যানেলে একযোগে চলছে জাতীয় জ্ঞানদান কর্মসূচি; সরকারী- বেসরকারী, দরকারী-অদরকারী সব চ্যানেল জাতিকে একসাথে জ্ঞান দিচ্ছেন। আবার সেই জ্ঞান দান যে সে ভাবে নয় ... পুরাই লাইভ!!
দেশের সকল গণ্যমান্যরা এককালে পত্রপত্রিকায় কলাম লিখতেন, সেই কলম ভাংগতে ভাংগতে তার এখন কলামিস্ট হয়ে গেছেন । সেইদিন কী বেশীদূরে যখন বিশিষ্ঠ আলোচকদের পরিচয় হিসেবে লেখা থাকবে, বিশিষ্ঠ সাবেক কলামিস্ট; বর্তমানে জাতীয় প্যাচালিস্ঠ !!
আলোচনার বিষয় বস্তু শুনে যতদূর বোঝা যায় , বিষয়বস্ত্ত এরম যে, আগামীকাল যখন গতকাল হবে তখন গতকালকে কেন আগামীকাল ভাববেন নাহ!! সেখানেই শেষ নয়, এর সাথে আ-কার, এ-কার, ই-কার সহ নানা অব্যয় প্রত্যয় ব্যবহার করে সেই চুইঙগাম নিয়ে চুইং করা । মাশাল্লাহ... বলি এসব বলে আর শুনে কার কি টা ...ড়া যাচ্ছে !!
তার থেকে সুইচ অফ।
টিভি বন্ধ - টেলিভীষণ দেখা এখন নিজের উপর ভী-ষ-ণ অত্যাচার.. তার থেকে ব্লগে বসে আমিও দু-চারটে বয়াণ দেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।