আমাদের কথা খুঁজে নিন

   

বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক

...

এই সামুব্লগে আমরা সবাই যেমন রেডিমেড প্লাটফর্মে ব্লগিং করি তেমনি ব্লগিং এর জন্য আরো নানান সার্ভিস আছে বিশ্ব জুড়ে। আর তার মধ্যে ওয়ার্ডপ্রেস একটি বিশেষ অবস্থানে আছে। ওয়ার্ডপ্রেস একটি পূর্ণাঙ্গ ব্লগিং প্লাটফর্ম যাতে আপনি ফ্রি ব্লগ তৈরি করতে পারেন আবার এর সোর্সকোড ডাউনলোড করে নিজের পছন্দের হোস্টিংয়ে প্রয়োজনীয় কাস্টোমাইজেশন করে নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস হলো একটি ব্লগিং সিস্টেম আবার একে সিএমএস হিসেবেও ব্যবহার করা যায়। প্যাক্ট পাবলিকেশনসের ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুকটি পেলাম কদিন আগে রিভিউয়ের জন্য।

সবার জন্য শেয়ার করছি এর বুলেট অংশগুলো। কি কি আছে এতে। ওয়ার্ডপ্রেস ব্লগিং বা এর ডেভেলপমেন্টে সচরাচর যেসব সমস্যা দেখা দেয় সেসবের সমাধান সহ, আরো স্মার্টভাবে, দ্রুততর এবং নিরাপদভাবে ব্লগ মেইনটেইন করারউপায়গুলো আছে এই বইটিতে। যেহেতু এর নাম কুকবুক তাই এতে আছে ১০০টি রেসিপি যার সাহায্যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের লেআউট, থিম, উইজেট, প্লাগ-ইনস, নিরাপত্তা এবং সার্চ-ইঞ্জিন-অপটিমাইজেশন তথা সিও এর নিয়ন্ত্রণ করতে পারবেন আরো সুবিধাজনকভাবে। বইটি পড়ে যা যা জানতে পারবেন: * কোর ফাইলের সোর্সকোড পরিবর্তন নাক করেই কী করে ফিল্টার ব্যবহার করে নতুন নতুন ফিচার যোগ করতে পারবেন।

* একটি পার্সোনাল ব্লগ করা থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসকে কী করে একাধিক রাইটারের সমন্বয়ে একটি অনলাইন ম্যাগাজিন হিসেবে ব্যবহার করতে পারবেন। * যেকোনো বিনামূল্যের থিমকে প্রয়োজনীয় পরিবর্তন করে কীভাবে প্রিমিয়াম থিমে রূপান্তরিত করবেন যেখানে আপনার পছন্দের রং, ফন্ট, সাইটলোগো ইত্যাদি থাকবে। * যেকোনো থিম থেকেই একটি পূর্ণাঙ্গ ফোটোব্লগে কী করে রূপ দেবেন। * শিখবেন কী করে প্লাগিন এবং উইজেট সমূহ কাজ করে। এবং কী করে এগুলো নিজেই তৈরি করতে পারেন।

* আপনার ব্লগে বিভিন্ন জনপ্রিয় সার্ভিস(Twitter, FeedBurner, Digg, del.icio.us) কী করে সমন্বিতভাবে যুক্ত করবেন? * কী কী উপায়ে আরো পাঠক এবং আরো কমেন্ট পেতে পারেন আপনার ব্লগে। * আপনার ব্লগের আরএসএস ফীডে কী করে বিজ্ঞাপন জুড়ে দিতে পারন। * ব্লগের নিরাপত্তা এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজের ট্রিকস। বইটি কাদের জন্য? যারা নিজেদের ওয়ার্ডপ্রেস ব্লগকে আরো উন্নত এবং ফিচারসমৃদ্ধ করতে ইচ্ছুক। পাঠককে প্রোগ্রামার বা ডিজাইনার হতেই হবে তা নয়; বরং যারাই ধাপে ধাপে বর্ণিত টিউটোরিয়াল দেখে নিজেদের ওয়ার্ডপ্রেস ব্লগকে আরো সমৃদ্ধ করতে চান তারাই উপকার পেতে পারেন বইটি পড়ে।

পাঠকের যদি বেসিক পর্যায়ের PHP/XHTML/CSS/WordPress জানা থাকে তো ভালো, না জানা থাকলেও খুব সমস্যা নেই। লেখক Jean-Baptiste Jung ইনি একজন স্বশিক্ষিত ওয়েবডেভেলপার, ওয়েব ডিজাইনার, এবং ব্লগার। ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে খুবই সক্রিয় একজন। বিশেষ করে CatsWhoCode.com এবং WpRecipes.com এ তো বটেই, ডেভেলপারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় WpHacks, ProBlogDesign এবং Smashing Magazineএও লিখে থাকেন তিনি। ফ্রি কিছু চাই? Chapter 10: Enhancing User Experience দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন যারা এই বইটি কিনতে পারছেন না।

ওরা এই চ্যাপ্টারটি বিনামূল্যে ডাউনলোড করতে দেয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.