আমাদের দেশে ১৫/১৬ কোটি মানুষ, কিন্তু চৌধুরী জাফরউল্লাহ এবং খোদাবক্স ম্রেধা ছাডা কি অন্য কোন ধারাভাষ্যকার নাই ?? দেশের জাতীয় টেলিভিশনে এমন নিম্নমানের কথা বলে, ধারাভাষ্য দিয়ে কি করে দিনের পর দিন এমন লোকজন টিকে আছে ???
এরা যদি মন দিয়ে ইএসপিএন/টেন স্পোর্টস এবং অন্যান্য টেলিভিশনে ফুটবল ধারাভাষ্যকাররা কি করে ধারাভাষ্য দেয়, সেটা শিখতো, তাহলেও তো তাদের অনেক উন্নতি হতো...আর কিছু না হোক, আমাদের আতাহার আলী খান কি করে ধারাভাষ্য দেয়, সেটাও খেয়াল করলে/শিখলে তাদের মুখ থেকে একটু ভালো/মার্জিত কথা বের হতো...
মনে হয় কোন চাষা ধারাভাষ্য দিচ্ছে এবং আমরা দর্শকরা সেটাই হজম করতে বাধ্য...তাই কি আর করবো...মিউট করে খেলা দেখতেছি ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।