আমাদের কথা খুঁজে নিন

   

আজিজে ঘুরাঘুরি, নীলক্ষেতের তেহারী, নিউমার্কেটের শর্মা এবং অতঃপর আফসুস

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গতকাল দুপুরে ঢাকায় আসার পর রেস্টে ছিলাম। আজ সকালে বাইর হইলাম আমার সবচেয়ে প্রিয় ব্লগার বন্ধু, ছোট ভাই, ভাইগ্না যাই কই না কেন, আলী আরাফাত শান্ত -র লগে। শান্তরে নিয়া গেলাম আজিজ মার্কেটে। ঐখানে অনেক বইয়ের দুকানে ঘুরাঘুরি কইরা পকেটের অবস্থা স্বাস্থ্যবান না হওয়ায় বই কিনতে না পারার আফসুসে আফসুসিত হইয়া ঢুকলাম এক আবৃত্তি এলবাম এর দুকানে।

ঐখান থেইকা কিছু আবৃত্তির সিডি কিন্যা কিছুক্ষণ ঘুরাঘুরি কর্তে কর্তে দেখি দুপ্রের লাঞ্চের টাইম হৈয়া গেছে , তাই ভাইগ্না শান্তরে নিয়া গেলাম নীলক্ষেতে তেহারী খাইতেঃ (তেহারীর প্লেট হাতে ভাইগ্না শান্ত ) (তেহারী আর কোক সমেত মামা-ভাইগ্না ) তেহারী খাইয়া দাইয়া ব্যাপক আনন্দিত হইয়া আবার কিছুক্ষণ ঘুরাঘুরি করিয়া মামা-ভাইগ্না যে যার পথে রওনা দিলাম। পথে এক দুস্ত ফুন দিয়া কয় নিউ মার্কেটে যাওন লাগব তার লগে, ভাবলাম আরেক দফা খাওয়া দাওয়ার সমূহ সম্ভাবনা এইভাবে হেলায় হারানো ঠিক হইবেনা । দুস্তর লগে ওর কাম সাইরা নিউ মার্কেটের এক দুকানে বইলাম খাইতে, ঐ দুকানে শর্মা আর লাচ্ছি খাইয়া আরেক দফা তৃপ্তির ঢেকুর তুলিলাম (সবাই বলুন আলহামদুলিল্লাহ্‌ )। খাওয়া-দাওয়া শেষ করিয়া কিছুক্ষণ দুস্তর লগে ঘুরাঘুরি করিয়া যে যার বাসার দিকে রওনা দিলাম। তয় এখন পুষ্ট লেখার সময় মনে মনে আফসুস খাইতেসি, ক্যান শর্মা খাওনের ছবি তুললাম না ।

বিকাট আফসুস ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।