এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
আজকে ছিল জীববিজ্ঞান পরীক্ষা।
পরীক্ষার হল থিকা বের হওয়ার পরেই সে (অবাক হয়েন না। থাকতেই পারে ) ডাক দিল। একটু আড়ালে নিয়া জিজ্ঞেস করলো::: গতকালকে নামাজ পড়ছো?"
> না। পড়িনাইতো।
: কেন? পড়নাই কেন?
> আমারে নামাজ পড়তে বইলাতো নিজেই নামাজ পড়োনা।
: কে বললো? প্রথমদিন ভুইলা গেছিলাম। কিন্তু আমিতো গত দুইদিন থেকে নামাজ পড়ি।
> তাইলে আমারে বলোনাই কেন?
: বলতে ভুইলা গেছিলাম। এখন বলছি। এখন থেকে পড়বা?
(আমি চুপ কইরা রইলাম।
আমার আম্মাজান আর আব্বাজান আগে অনেক ঝাড়ছে। আমারে শয়তানে পাইছে। নামাজ পড়িনাই। । ।
)
আমারে চুপ কইরা থাকতে দেইখা কয়, "আজকে থিকা নামাজ পড়বা। "
> দেখি।
: না। দেখি টেখি নাই। পড়বা।
প্রমিজ করো।
> আইচ্ছা যাও। মনে থাকলে পড়মু।
: না। মনে থাকা-টাকা নাই।
তোমার পড়তেই হইবো।
> ভুইলা গেলে কি করুম? আগেতো তোমার মোবাইল আছিল। এসএমএস কইরা জানাইতে পারতা। এখনতো তোমার মোবাইল নাই। অহন আমারে মনে করায়া দিবো কে?
: তা জানিনা।
তোমারে পড়তে বলছি পড়বা।
> আইচ্ছা পড়ুম। । । ।
। । ।
আগে জুমার নামাজ পড়তাম। সেইটাও পড়িনা তিন চাইরমাস হইলো।
ঠিক করছি এখন থেকে আবার শুরু নিয়মিতভাবে পাচ ওয়াক্তের নামাজ পড়া শুরু করবো। নামাজ পড়া অনেক দরকার। সমস্যা একটাই। নামাজের কথা মনে থাকেনা। আরও কিছু সমস্যা আছে।
যদি পারেন একটু সাহায্য করেন। । ।
১. কোন নামাজ কয় রাকাত সেইটা জানিনা। কিছু কিছু মনে আছে......
২. ওযু নিয়া আমি ব্যাপক কনফিউজড্।
আমার কেন জানি মনে হয় আগের কাজ পরে আর পরের কাজ আগে কইরা ফেলি।
৩. সবসময় যে পোশাক পইড়া থাকি সেইটা পইড়া নামাজ পড়লে কি নামাজ হইবো? আমার লুঙ্গিতে ছোট ছোট হাতির ছবি আছে। কোন সমস্যা হবেনাতো???
৪. এইটা পইড়া গালি দিয়েননা। নামাজের শেষ রাকাতে তিনটা জিনিসের মাঝখানেরটা পারিনা। "আত্যাহিয়াতু" পারি আর একটা দোয়া পারি।
মাঝেরটা মুখস্থ হয়না.....
৫. বেতরের নামাজে দুআ কুনুব পড়া লাগে। সেইটা পারিনা। । ।
৬. নামাজের কথা মনে থাকেনা।
পিসিতে বইলে সারা দুইন্যার কথা ভুইল্যা যাই। পিসির কোন রিমাইন্ডার যেইটা নামাজের কথা মনে করায়া দিবো থাকলে আমারে একটু ডাউনলোডের লিংকটা দিয়েন। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।