আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় ‍দিবস নিয়ে কয়েকটি কবিতা

বিজয় ‍দিবস নিয়ে কয়েকটি কবিতা
আজ সোমবার ১৬ ই ডিসেম্বর ২০১৩ ইং, ২রা পৌষ ১৪২০ বর্ষ ! ইতিহাস টা আমাদের সকলরই কম-বেশী জানা আছে। তাই এতো কিছু না লিখে আজ বিজয় দিবস সম্পর্কে কয়েকটি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।
বিজয় দিবস তুমি
বিজয় দিবস তুমি স্বাধীন বাংলার,
বিজয় দিবস তুমি শহীদ মুক্তিযোদ্ধার।
বিজয় দিবস তুমি সন্তানহারা মায়ের,
বিজয় দিবস তুমি সবহারা বাপের।


বিজয় দিবস তুমি মুক্তি ও একতার
বিজয় দিবস তুমি স্বপ্ন জনতার।
বাংলার সৈনিক
নয় মাসের ফসল এদেশ
বাংলা আমার পরিচয়,
রক্ত-সাগর পাড়ি দিয়ে
এনেছি মহা বিজয়
স্বাধীন দেশের সেনা আমি স্বাধীন আমার নাম,
রক্তে কেনা বাংলা আমার
রক্ত তাহার দাম।
কেউ যদি কেড়ে নিতে চায়
বংলার ইঞ্চি মাটি,
তৎক্ষণাৎ ধরবো চেপে
সেই ব্যক্তির টুটি।
রক্তে লেখা ইতিহাস
লাখ শহীদের রক্তে লিখা
বিজয়ের এই ইতিহাস,
মুক্তির বারতা নিয়ে বার বার
ফিরে আসে ডিসেম্বর মাস।
বন্দীশালার জীবনগুলি আজ
মুক্তির উল্লাসে ভাসে,
মুক্ত হাওয়ায় ভোর বেলাতে
ফুল পাখিরা হাসে।


লাল-সবুজের এই পতাকা
লাখ শহীদের রক্তে আঁকা,
মুক্তিকামী বীর বাঙ্গালী
যায় কি তোরে বন্দী রাখা?
বিজয় দিবস
লক্ষ প্রাণের বিনিময়ে তোমার নামটি লেখা,
অন্ধকারের মাঝে তুমি প্রদীপ জ্বাললে একা।
তোমার আশে বীর বাঙ্গালী রণাঙ্গনে গেল,
বুকের তাজা রক্ত দিয়ে বিজয় তোমায় পেল।
বিজয় তুমি এদেশবাসীর প্রাণের দাবীখানি,
তোমায় নিয়ে হাজার কবি লিখেছে মধুর বাণী।
তুমি মুক্তি তুমি স্বপ্ন বাংলা মায়ের প্রাণে,
হাজার জনম রবে বেঁচে কবিতা আর গানে।
রক্তের সংগ্রাম
ঊনিশ শ’ একাত্তর ষোলই ডিসেম্বর
বিজয় দিবস পেলাম,
ত্রিশ লক্ষ শহীদ ভাইয়ের রক্তের মহাসংগ্রাম।


তোমাদের বীরত্বগাঁথা অমর ইতিহাস
ভুলবো কী করে,
বিজয় এলে তোমাদের কথা
খুবই মনে পড়ে।
এই পতাকায়
এই পতাকায় জেগে উঠে নয়টি মাসের গল্প,
পাক সেনাদের করতে ঘায়েল জীবন দেয়নি অল্প!
এই পতাকায় মিলে আছে গোলাপ-জবা রক্ত,
ভালোবাসার মিনার গড়ে মাটির ছিলো ভক্ত।
এই পতাকায় পাই যে খুঁজে বীর শহীদের মান,
আকাশ সমান হৃদয়কাড়া মানবতার গান।
লাল-সবুজের এই পতাকা রক্ত ঘামে কেনা,
তাদের কাছে দেশ জনতার আছে হাজার দেনা।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৮ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.