আমাদের কথা খুঁজে নিন

   

আর র্দশক গ্যালারীতে নয় চাই সরাসরি ডায়াসে এক্সেস।



অনেক দিন থেকেই ব্লগে আসছি যাচ্ছি। ভাল লাগায় একদিন রেজিষ্ট্রেশনও করে ফেলি, সেও অনেক দিন কিন্তু লেখা হয়ে ওঠেনি। কখনওবা সাইন ইন না করে ভিজিটর হিসাবে একটু আদটু ঢু মারা। মাঝখান থেকে কিছু অভিজ্ঞতার ঝুলি ভারি করা এই যা। এভাবে আর কতো, নিজে কিছু লিখে শেয়ার করায় অসুবিধা কি।

এ চিন্তাধারা থেকেই ব্লগে লিখার প্রয়াশ । অবশ্য মহামান্য মডারেটরদের সদয় দৃষ্টি সে ক্ষেত্রে দ্রুত সুযোগের একটা সুবিধা তো থেকেই যায়। লক্ষ্য করেছি, ব্লগে আগের চেয়ে অনেক নজরদারী বেড়েছে মডারেটরদের, শক্ত হয়েছে অনেক বিধি বিধান। মনে হয়, এগুলো কতিপয় ব্লগারদের মনোকষ্টের কারন হলেও নিরীহ ব্ল¬গারদের জন্য অত্যন্ত কাজ দিচ্ছে নিশ্চিত। যাহোক, ধান বানতে শীবের গীত গাইলাম আর কি।

মোদ্দা কথা, খোলস থেকে বেড়িয়ে আসার চেষ্টায় সবাই স্বাগতম জানাবেন আশা করি। সবাই ভাল থাকুন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।