শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
Billy Talent কানাডার অন্টারিও'র ব্যান্ড, ১৯৯৩ সালে ফরমেশন। ১৯৯৯ সালের আগ পর্যন্ত Pezz নামে পরিচিত ছিল এই ব্যান্ড, তখনও মেইন্সট্রিম জনপ্রিয়তা আসেনি তাদের, আন্ডারগ্রাউন্ডেই ছিল পদচারণা। আস্তে আস্তে যখন মেইন্সট্রিম সাফল্য আসতে শুরু করল, তখনই ঘটল বিপত্তি। দেখা গেল, Pezz নামে আগে থেকেই একটা ব্যান্ড আছে! তখন বাধ্যতামূলক ভাবে নামটা পরিবর্তন করতে হয়, নতুন নাম Billy Talent রাখে সদস্যরা, ১৯৯৯ সালের মাঝামাঝিতে।
মজার ব্যাপার হল ১৯৯৩ থেকে এ পর্যন্ত ব্যান্ডের লাইন আপে কোন পরিবর্তন আসেনি, ভাঙ্গন ধরেনি! লাইন আপঃ
* Benjamin Kowalewicz - lead vocals
* Ian D'Sa - lead guitar, vocals
* Jonathan Gallant - bass guitar, backing vocals
* Aaron Solowoniuk - drums, percussion
Billy Talent এর গানগুলো মূলত Punk rock, Alternative rock ও Post-hardcore ঘরানার।
তবে আমার মনে হয় Punk rock বলাই বেশী যুক্তিসঙ্গত হবে।
Billy Talent এ পর্যন্ত রিলিজ করেছে ৩ টি অ্যালবাম,
Billy Talent (২০০৩)
Billy Talent II (২০০৬)
Billy Talent III (২০০৯)
Billy Talent এ পর্যন্ত MuchMusic Video Awards ও Juno Awards সহ ৪২টি নমিনেশনে ১৬টি Award জয় করেছে।
গানে প্রচুর ব্যাক ভোকাল, দ্রুত স্কেলের পরিবর্তন, রিদম পরিবর্তন হল Billy Talent এর গানের বিশেষত্ব। এদের গানে D Minor কর্ডের প্রাধান্য ও ফিউশন লক্ষণীয়।
Billy Talent এর একটি মিউজিক ভিডিও
Billy Talent II থেকে একটা গান This Suffering
Billy Talent সম্পর্কে আরো জানতে উইকিপিডিয়া
অথবা এদের অফিসিয়াল সাইট ভিজিট করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।