বাঙলা কবিতা
ব্রোঞ্জের যুদ্ধ জাহাজ এসে দাঁড়ালো বন্দরে ;
ফলাফলে___ উত্তাল সমুদ্র হলো আমাদের মন,
ঝড়ের স্বভাব সেই বৈদেশিক হাওয়া লেগে
দুলে-ওঠা নৌকার পালের মতো নেচে উঠলো ঢেউ___
হৃদয়ে হৃদয়ে;
তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস আজ আমাদের প্রেমার্ত-হৃদয় ;
সমুদ্রেরও পঞ্জিকা রয়েছে___
একাত্তরে বঙ্গোপসাগর আর দু'হাজার আট-এ
এরা কিন্তু এক নয়___ একইরূপ জল-ঢেউ-ঢেউয়ের বিস্তার___
তবু নয় ; জলে-ঢেউয়ে অভিন্ন বিস্তার নয় এরা___
গুপ্ত জাহাজ এসে দাঁড়ালো বন্দরে ;
এতো সশস্ত্র কোমল___ এতো কাব্যময়___
আমরা এর ভক্তবৃন্দ, প্রেমিক হলাম___ আবেগ-অস্থির ;
আর দ্যাখো, দাউ দাউ পুড়ে যাচ্ছি ঝাঁক ঝাঁক মন___
মিলিশিয়া গোলার আঘাতে ; নানাবর্ণ তেজ-এ
ক্ষেপণাস্ত্র গেঁথে যাচ্ছে রোমে, রোমকূপে ;
ভালোবাসা___ হৃদয়ের এতো সাংঘর্ষিক !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।