জানি পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে তবুও পৃথিবীর রঙলিলা মেথে আছি। হেই প্রভু আমাকে ক্ষমা কর, এই পাপিকে হেদায়েত কর।
দৈনন্দিন জীবনের মানুষের ঘটে যাওয়া কতইনা ঘটনা, দুর্ঘটনা ঘটে। এরি মধ্যে কিছু ঘটনা খুবই ব্যদনা বিদুর হয় কেন?১৫-১০-২০০৯ইং তারিখে বৃহস্পতিবার সৌদি আরবের স্খানীয় সময় রাত সাড়ে দশটায়, সৌদি রাজধানি রিয়াদের এক রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা এম্বুলেন্স ও দুইটি পুলিশের গাড়ি এবং বেশ কিছু লোকের সমাগম দেখে পাশে গাড়ীটা পারকিং করে ঘটনা স্থলে গিয়ে দেখি আমাদেরি বাংলাদেশি এক ভাই, শুয়ে আছে রাস্তার পাষে, রক্ত মাখা লুঙ্গি পরা সোলেমান নামক এক ভাই। বাড়ী তার কুমিল্লা জিলার লাকসাম থানার ছোট পিরজা গ্রামে।
উপস্থিত বাংলাদেশি ভাইদের কাছে জানতে চাইলে তার রুমে একসাথে থাকে তার এক বন্দুর দেখা পাই, জিজ্ঞাসা করলে তিনি বলেন সে রঙের কাজ করতো। এশার নামাজের পর সবাই বসে রাতের খাওয়ার পরে তার বন্দুকে বলে আমার বাড়িতে বিষম সমস্যা,ঋীণের টাকার জন্য বাড়ি থেকে বার বার ফোন আসতেছে, আমার পাওনা মুজুরি টাকা আনতে যাব, পাকিস্তানির কাছে আমার কাজের অনেক দিনের পাওনা টাকা পড়ে আছে। সে আমাকে আজ না কাল, কাল না পরশু করে করে দিন কাটাচ্ছে। আজ যে করে হোক তার কাছ থেকে আমার পাওনা টাকা আনতে হবে। নয়তো বাড়ির সমস্যা সমাধান করা সম্ভব নয় আমি যাচ্ছি আমার পাওনা টাকার জন্য।
আর সেই যাওয়া যে তার জন্য জিবনের শেষ যাওয়া হবে তা কে যানে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সোলেমান দোকান থেকে সদায় করে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার এর সাথে ধাক্কা লেগে ঘটনাস্খলেই মারা যান!নিয়তি আমাদের গরিব প্রবাসির ভাগ্যে শুধু পরের গোলামি করার জন্যই কি পাঠিয়েছেন?
অবশেষে সবার কাছে সোলেমান এর আত্তার মাগফিরাত কামনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।