আমাদের কথা খুঁজে নিন

   

হাট্টিমা (পাখির প‌্যাঁচালী-১০)

ধন্যবাদ তোমাকে হে পৃথিবী,তুমি তোমার জঠরে ৯ মাস অসম্ভব জন্ত্রনা নিয়ে জন্ম দিয়েছ আমার মা বাংলাকে! তোমার সেই মেয়ের জঠরে আমি ছিলাম ৯ মাস,ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা আল্লাহ কে,তার ইচ্ছাতেই সব হয়েছে !!
নামটি আমার বলি- হাট্টিমা ইংরেজীতে বলি- Red-wattled Lapwing বৈজ্ঞানিক নাম- Vanellus indicus আমার যত নাম- টিটি,ট্টিটিভ,লাল লতিকা,হাটিটি। দেখতে আমি যেমন -আকারে আমি প্রায় ৩৫সে.মি লম্বা। মাথা,গলার সম্মুখভাগথেকে বুক পর্যন্ত কালো। লম্বা হলদে পা,চোখের পাশ থেকে নিচের দিকে,পেট পর্যন্ত সাদা,পিঠ ্ও ডানা তামাটে বাদামি বর্ণের,লেজ কালো। ঠোটের সামনের অংশ কালো।

আমরা মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম। যেথায় আমার বাস-নিবাস - জলাভূমির পাখি আমি। বিল-ঝিলের ধারে মাটিতে গর্ত খুড়ে বাসা বাঁধি। আমার খাবার মেন্যু- জলজ কীট-পতঙ্গ,শামুক,মাছ । (প্রজনন সময়-মার্চ-আগষ্ট,ডিম সংখ্যা-৪/৬ টি।

) সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।