আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো বনাম ভোরের ডাক! (হাতি-পিপড়ার লড়াই)

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

অনেকদিন আগে একটি গল্প পড়েছিলাম! কোন এক ভুখন্ডে হাতির পৃষ্টে পদদলিত হয়ে প্রতিদিন কতশত পিপড়া মারা যেত। অত:পর পিপড়ার দল প্রতিজ্ঞা করল যেভাবেই হোক; হাতির দলকে সায়েস্তা করিতে হইবে! যে কথা সেই কাজ। অসহায় পিপড়া মাঝে মাঝেই হাকির পা বেয়ে শরীরে উঠে কুটুস কুটুস কামড় দিত। বিরক্ত হাতির বিরক্তি প্রকাশ করা ছাড়া আর কোন ভাবান্তর হয়েছিল কিনা জানা হয়নি। যতদুর বোধগম্য হয় দীর্ঘকায় হাতির তেমন কুছু হবার কথা নয়।

পিপড়ার সে প্রতিশোধপরায়নতা দেখে ছোটবেলায় বেশ মজা পেলেও জ্ঞান বুদ্ধি হবার পর পিপড়াকে মোটেও বুদ্ধিমান মনে হয়নি। তবে যাই হোক; ছোটবেলার সেই হাতি পিপড়ার গণ্প সেদিন কিছুটা আনেস্দর খোড়াক দিলেও আজ্ব বড়বেলার হাতি-পিপড়ার গল্প দেখে হাসি ছাড়া আর কিছুই পাচ্ছেনা। বলতে চাচ্ছিলাম; হঠাৎ করে শুরু হওয়া মিডিয়ার যুদ্ধ নিয়ে! যখন দেখি প্রথম আলোর মত একটি পত্রিকার সংবাদ নিয়ে প্রশ্ন তোলে ভোরের ডাকের মত এক পত্রিকা। প্রথম আলো পরিবারের বিরুদ্ধে তোলা হয় এমন সব অভিযোগ যার ভার কত তাও লেখকরা বুঝছেনকিনা আমার সন্দেহ আছে। যদি বুঝে লেখে থাকেন, তাহলে আমার বলার কিছুনাই।

তবে বলার যা আছে তা হলো `প্রিয়` ভোরের ডাক কতৃপক্ষ যা বলছেন তার প্রমান কি? কারনে না অকারনে জানিনা; ভোরের ডাকে ছাপা হয়েছে মাইনাস টু ফর্মুলার সাথে জড়িত ছিলো তারা! মানলাম, পত্রিকাকে আমরা বিশ্বাস করি। কিন্তু ভোরের ডাকের কাছে এ ব্যাপারে কোন প্রমান আছে কি? যদি না থাকে, তাহলে এরচন্য তাদের জবাবদিহি করতে হবে। আমি একা নই বাংলার প্রতিটি সচেতন মানুষ এর জবাব চায়। তারা আরো বললেন, শিণ্প বানিজ্য ধ্বংসের গোপন মিশনে নেমেছ প্রথম আলো। আমরা প্রমান চাই এ মন্তব্যেরও।

যদি না পাই.......... সবশেষে বলতে চাই; প্রধম আলোর সাথে ভোরের ডাকের যুদ্ধ হাতি-পিপড়ার লড়াই ছাড়া আর কি বলা যায়? তাছাড়া সাংবাদিকদের তীর্থভূমি প্রথম আলো নিয়ে এমন মন্তব্য আসলেই মেনে নেয়া যায়না। হাত-পা বাধাঁ এই আমি আর কিছু না পারি এর তীব্র প্রতিবাদ জানালাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।