আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমার আজ ছুটি। মন খারাপ। ভাল লাগার জন্য নেন্সির গান শুনছি। সকাল থেকে বেশ অনেকেরই রুমে চক্কর দিলাম। সেই একই অবস্থা।
অনেকেই নেন্সির গান শুনছে।
এমনকি আমার রুমের বিদেশি ভদ্রলোকও নেন্সির গানের মিউজিক শুনতে শুনতে ভক্ত হয়ে গেয়েছিল। তাদেরও ভাল লাগে আমার ভাল লাগা। সত্যিই চমৎকার গেয়েছেন।
গত বছর ৩ বার দেশে যাই।
অনেকেরই অনুরোধ , মনপুরা সি ডি আর নেন্সি গানের সি ডি আনতে হবে। যতটা সম্ভব নিয়ে নিয়ে আসি। খুশি হলো। আমি ও খুশি হলাম।
গত বকরি ঈদে বেশ কয়েকটি দাওয়াত মিলে ডুবাইয়ের বাংলাদেশী ক্যাম্পে।
আমার বেশ কষ্ট হলো ক্যাম্পে যেতে। আমার কাছে মনে হয়েছে আমাদের গাজীপুর জেলখানায় ১ মাস থাকা সম্ভব কিন্তু বাংলাদেশী ক্যাম্পে থাকা সম্ভব নয়।
একদম বাজে অবস্থা। আমার গরুর ফামে`র গরুর থাকার জায়গা বা ঘর এর চেয়ে অনেক ভাল। সেখানেও দেখি বাংগালীরা এতটা কষ্টের মাঝে নেন্সির গান শুনছে ।
আমার দেশের মানুষ, আমার ভাষায় গান!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।