আমাদের কথা খুঁজে নিন

   

অব্লগার ব্লগিয় পরিচিত জনেরা.............

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

ব্লগারদের সাথে ব্লগীয় মন্তব্য চালাচালিতে পরিচয়, তাদের কথা তো পোস্টে বা মন্তব্যে লিখি, অনেকের কথা লিখা হয় না। আজ কিছু অব্লগারের কথা লিখি যারা ব্লগায় না কিন্তু তাদের সাথে পরিচয় ব্লগানোর সূত্র ধরে.................... আমি যাদের ব্লগীয় ফুপ্পী: প্রথমেই বলতে হয় রাজকন্যার কথা, সেই বোধয় প্রথম অব্লগার যার সাথে ব্লগীয় পরিচয় হয়, রাজকন্যা হচ্ছে ব্লগার অমি পিয়াল এর মেয়ে, যার সাথে পরিচয় "রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত-http://www.somewhereinblog.net/blog/omipialblog/28795051"-- পোস্টের মাধ্যমে এর পর বলতে হয় আদিত্য সোনামনির কথা , সে মাসাল্লাহ বাপেরমতই প্রেমিক পুরুষ হবে আশা করা যায়, Click This Link আমাদের গ্যাদা, নুশেরাপুর মেয়ে, সে আবার আপুকে নানীও বানায় দিসে ৩ নাতির Click This Link এক উদাসীন মেয়ে জাফনা (Click This Link) আমাদের শ্রাবনসন্ধ্যার মেয়ে , কেন যেন মনে হয় এই মেয়েটা বড় হয়ে শামুক টাইপ হবে, হোক শামুক টাইপ হওয়া এই জীবনে খুব দরকারী। প্রিয়ন্তী, ব্লগার শওকত হোসেন মাসুম এর মেয়ে, এর সম্বন্ধে অবশ্য বেশি কিছু জানি না তবে এ মনেহয় তারাতারি বড় হয়ে যেতে চায় Click This Link আইমান এবং মনামী মেহবুবার বইপাগল মেয়ে এবং চিন্তাবিদ ছেলে Click This Link রোবোট নানার দুই মেয়ে যারা গায় "সপেনা যাতনা, বিদস গুনিনা .. তুমিনা, আমিনা..। " এবং "তিনকা তিনকা লিশাদা.। " -- এই দুটো কোন গান বলতে পারেন কী ব্লগার রা আমি যাদের ব্লগীয় ভাবী/ননদ এই ক্যাটাগরি তে প্রথমেই বলতে হয় গ্যাদার বাপের কথা, বেচারা মনে হয় সবচেয়ে দুর্ভাগা ব্লগীয় অব্লগার, না ব্লগায়াও ব্লগিও পচানি খাইতেসে প্রায়সই এরপর আছে শওকত হোসেন মাসুম্বাইএর সাথে যার একই দিনে বিয়ে হইছিলো সেই মাসুমভাবী, ভাবীরে বলতে চাই আপনার ড্রাইভার বড়ই বেয়ারা উহাকে শাসন করেন এবং বেতন কর্তন করেন, প্রওজনে ওভার টাইম ও করাইতে পারেন।

লীনা দিলরুবার বিলকিসের বাপের কথা মনে হইলে চোক্ষে মোটামুটি প্রায়ই পানি চলে আসে আমার বিলকিসের বাপ যদি আমারে এমনে হারাইতো..........(দীর্ঘশ্বাসের ইমোর অভাব প্রকট ভাবে বোধ করতাসি) প্রতু ভাবী, আমি ঠিক কোথাও প্রত্যুৎপন্নমতিত্ব ভাইরে তারে নিয়ে লিখতে দেখিনাই কিন্তু তার বিয়ের আগে তার পাত্রী দেখা নিয়া ব্লগে যে শোরগোল পরেছিলো তাতে প্রতু ভাই বিয়ে করার অনেক আগে থেকেই প্রতু ভাবী আমার ব্লগীয় আপন জন। মারিয়া হ্যা অনার্য তাপসের মারিয়ার কথাই বলছি, খুব জানতে ইচ্ছে হয় মারিয়া আর অনার্যর খবর, কোন অগ্রগতি কি হোলো .......... অনিক, ব্লগার প্রজ্ঞা তাসনুভা রুবাইত এর সেই অনিক, তার ভালোবাসার মানুষ, অনিকের কথা লিখায় যাকে শুনতে হয়েছিল ব্লগার প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ কী অনিক নামে কারো আক্রমনের স্বীকার কি-খি-গি, আমাদের ক-খ-গ এর বেটার হাফ, ওপরওয়ালা ওনাকে ক-খ-গ কে সৈহ্য করার তৌফিক দান করুক। অন্যন্য: এবার যাদের কথা লিখছি তারা ঠিক রক্ত মাংসের মানুষ নয় তাই তাদের ব্লগার বা অব্লগার কোন কিছুই হয়ে ওঠার অবকাশ নেই তবুও ব্লগে না এলে তাদের সাথে পরিচয় তো হতো না তাই তাদের কথাও লিখি মনামি , মনজুরুল হকের কবিতা কন্যা, আমার প্রায়সই মনামির সাথে একবার দেখা করার সাধ যাগে, মনামির মাঝে আমি আমার আরেক প্রিয় চরিত্র গৃহদাহ এর অচলার ছায়াও দেখি। "মনামি ভালো আছ তুমি কী ভালো নেই মনামি " রুপকথা, সাঁঝবাতির রুপকথার রুপকথা সিরিজ টা খুব আগ্রহ নিয়ে পড়তাম আরো তার চেয়ে অধির ভাবে সিরিজটার জন্য অপেক্ষা করতাম কিন্তু শয়তান সাঁঝু সিরিজটা কন্টিনিউ করলো না, সাঁঝুর অর্ধেক মানবী আর অর্ধেক কল্পনার রুপকথার সাথেও মাঝে মাঝেই দেখা করতে মন চায়। বালিকা , ঠিক ধরেছেন রাশু ভাইর বালিকা, সারা জীবন বিভিন্ন মন্তব্যে তার নামই শুধু শুনে গেলাম, ছ্যাকা রাশু এখন পর্যন্ত প্রেমিক রাশু হতে পারলো না আর তার বালিকার কথাও বিস্তারিত জানতে পারলাম না।

বুড়ি-- হাল্ক/আখনাসুল এর বুড়ি ও রাঈ কিশোরির বুড়িকেও জানতে মন চায় ------------------ এসব ছাড়াও আরেকটা দৃশ্য মাঝে মাঝে ই কল্পনা করি তমিম ইরফানের মা হাতে বেলন নিয়া তার পেছনে দৌড়াইতেছে----------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.