আমাদের কথা খুঁজে নিন

   

এখন আর বসে থাকার সময় নাই। কাফনের কাপর না। মাথায় লাল সবুজ পতাকা বাধো।

যা কিছু সত্য তা বিশ্বাস করি। বুক আগলে রাখি। সময় হয়েছে একসাথে হবার। আর চুপ করে থাকা নয়। বাঙলী বীরের জাত।

চুপ করে থাকে না। ঘড়ে ঘড়ে ব্রিগেড গড়ে তোল। প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোল। বাশের লাঠি তৈরি করো জামাত শিবির ধোলাই করো। জামাতের আস্তানা।

উপড়ে ফেলো দুমড়ে ফেলো। জয় বাঙলা জয় বাঙলা তোমার আমার ঠিকানা শাহবাগের মোহনা। রাজীব তুমি আমাদের মাঝেই আছ। এক রাজীব আড়ালে শত রাজীব শাহবাগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।