আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান শেখার বই - ০১

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই ব্লগে অনেকে আছেন, যারা লেখক হতে চান। কিন্তু বাংলা ভাষার বানান নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন। বানান নিয়ে এই দুশ্চিন্তার কারণে লেখার মধ্যে শব্দভাণ্ডার কমে যায়, শব্দের বৈচিত্র্য কমে যায়। ফলে লেখার মানও নেমে যায়। যাই হোক, লেখকদের বানান ভুল হওয়া অপরাধ।

কারণ তাদের একটা ভুলকে আম-জনতা বা পাঠক সঠিক বলে ধরে নেয়। তার ভুল মানে হল হাজার হাজার পাঠকের ভুল । একটা ভটঘট পরিস্থিতির সৃষ্টি। সুতরাং লেখক হতে হলে বানান শিখতেই হবে। ভাষাটা ভালোমতো আয়ত্ত না হলে লেখক সব সময় টেনশনে থাকেন।

বানান শিখলে মোটামুটি ভাষার অনেক বিষয়ই আয়ত্ত হয়ে যায়। মূলত শেখার কোন বিকল্প নাই। লেখকদের বানান শেখার জন্য বাজারে অনেকগুলো ভালো বই আছে। এই সিরিজটাতে মূলত সেই সব বই নিয়ে আলোচনা করব। অনেক আগে বইয়ের একটা তালিকা দিয়েছিলাম, সেই তালিকা ধরেই আলোচনাটা করতে চাই।

প্রথম বইয়ের নাম : বাংলা লেখার নিয়মকানুন আমার মতে, এই বইটা দিয়ে বানান শেখা শুরু করা উচিত। এটা লেখকদের জন্য লেখা নয়, এটা আম-জনতার বই। বইয়ের ভূমিকাতে লেখক হায়াৎ মামুদ এই কথা বলেছেন। হায়াৎ মামুদ বলেছেন, এই বইটি ব্যাকরণের বই নয়। এর লক্ষ্য এমন এক শ্রেণীর পাঠক যাঁরা মাতৃভাষাকে ভালোবাসেন, কর্মক্ষেত্রে বাংলা না-লিখে যাঁদের উপায় নেই, অথচ দুর্ভাগ্যবশত শিক্ষাজীবনে আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণে মাতৃভাষা যথাযোগ্যভাবে শেখার সুযোগ তাঁরা পান নি।

কথাটা সত্য। এই বইয়ের ভেতরে ব্যাকরণের কঠিন কোন সূত্র নিয়ে আলোচনা নেই। সহজ-সরল আলোচনার মাধ্যমে বানান আয়ত্ত করার মূলসূত্রগুলো ধরিয়ে দেয়া হয়েছে। আলোচনাটা শুরু হয়েছে বর্ণমালা থেকে এবং ধীরে ধীরে শব্দ গঠন ও বাক্য গঠনের আলোচনা করা হয়েছে। যতি-চিহ্ন সম্পর্কেও একটি অধ্যায় আছে।

আর বইয়ের শেষে যোগ করা হয়েছে বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান। বাজারে এখন বইটার তৃতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে। এই সংস্করণে নতুন কয়েকটি অধ্যায় যোগ করা হয়েছে। বইটা সম্পর্কে এক ঝলক : নাম : বাংলা লেখার নিয়মকানুন (বানান ও ভাষারীতির গাইড-বুক) লেখক : হায়াৎ মামুদ প্রকাশক : প্রতীক প্রকাশনা সংস্থা মূল্য : ১৩৫ টাকা বইটা শাহবাগের আজিজ মার্কেট এবং নিউ মার্কেটে পাওয়া যাবে। সুতরাং আজই বইটা কিনে ফেলুন।

আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষাকে আমরা শুদ্ধভাবে লিখব না তো , কে লিখবে ? চলবে ..... পর্ব -০২ ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.