আমাদের কথা খুঁজে নিন

   

গোলকধাঁধায় এক পঁচিশ বছরের যুবক..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
নিষ্প্রাণ আঁধারে একাকী নিরালায় স্মৃতির পসরায় দৃশ্যমান আলোকে বসে বসে নির্জনতা উপভোগে ব্যস্ত পঁচিশ বছরের এক যুবক.. ভাবনার আড়ালে বিষন্ন ভাবনা তুমুল ঝড়ের তর্জন গর্জন বাতাসে এদিক সেদিক ঘুরপাকে ভাসমান তরী চারদিকে প্রচন্ড বিপর্যয় লক্ষণীয় দূরে একটি কুকুরের ঘেউ ঘেউ চিৎকার আর সমস্তটা চরম নির্জনতায় ঘেরা কোথাও কোন শব্দ নেই যুবক একটি দীর্ঘশ্বাস ছাড়লো মনে হলো অনেক দিন পর একটু.. যুবকের মনের ভিতরে একটা কিছু হচ্ছে চোখে মুখে তার স্পশ্ট ছাঁপ বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায় বা চাচ্ছে কিন্তু কাকে বলবে.. কেউ নেই আঁধারের সঙ্গে কথা বলতে এখন আর ভাল্লাগেনা তার.. প্রিয় আঁধারকে এখন তার কাছে অসহ্য মনে হয় শক্তিমান আলোকেও যুবক ভয় পায় আলো আর আঁধারে মাঝখানে সে কি করবে বুঝতে পারে না যুবক বিগত সাত বছরে কখনো কোনদিন আলোর মুখ দেখেনি যুবক.. আঁধার দিন দিন হয়ে উঠছে অসহনীয় কি করবে যুবক.. ভেবে পায় না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.