আমাদের কথা খুঁজে নিন

   

শক্তিতে শ্রেষ্ঠ, শিক্ষায় শ্রেষ্ঠ,অর্থে শ্রেষ্ঠ,বুদ্ধিতে শ্রেষ্ঠ,নিষ্ঠুরতায় শ্রেষ্ঠ,মানবতায় শ্রেষ্ঠ, নিজেদের জন্য -নিজেরাই যথেষ্ঠ।



সংবাদ: এএফপি, বিবিসি, রয়টার্স অনলাইন, প্রথম-আলো। প্রেসিডেন্ট বারাক ওবামা আশ্বাস দিয়েছেন, তিনি সমকামীদের দাবিদাওয়া আদায় ও মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত সমকামীদের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে দেওয়ার ব্যাপারে লড়াই করবেন। গত শনিবার সমকামীদের একটি সমাবেশে তিনি এ আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের সমকামীদের একটি সংগঠন ওই সমাবেশের আয়োজন করে। ওবামার নির্বাচনী প্রচারণার সময় তাঁর অন্যতম বড় সমর্থক সমকামীরা সম্প্রতি অভিযোগ তুলেছে, তাদের দাবি পূরণের নির্বাচনী আশ্বাস বাস্তবায়নের প্রতি প্রেসিডেন্ট কম গুরুত্ব দিচ্ছেন।

তারা অধিকার আদায়ের দাবিতে গতকাল রোববার ওয়াশিংটনে একটি বড় পদযাত্রার আয়োজন করে। হিউম্যান রাইটস ক্যাম্পেইন (এইচআরসি) নামের সমকামীদের ওই সংগঠন আয়োজিত নৈশভোজসভায় ওবামা বলেন, ‘জানতে চাইবে না, নিজেও জানাবে না—এ অধ্যায়ের সমাপ্তি টানতে চাই আমি। আপনাদের প্রতি এটাই আমার প্রতিশ্রুতি। ’ তিনি বলেন, ‘দেশের সেবায় এগিয়ে আসা দেশপ্রেমিক আমেরিকানদের শাস্তি দিতে পারি না আমরা। ’ তবে সামরিক বাহিনী থেকে সমকামীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি।

এ ব্যাপারে বিস্তারিত কোনো পরিকল্পনার কথা ঘোষণাও করেননি। মার্কিন সামরিক বাহিনীর বিয়ে সম্পর্কিত আইন পরিবর্তন করার ব্যাপারে সমকামীরা দাবি জানিয়ে আসছে। ১৯৯৩ সালে সমকামিতাসংক্রান্ত আইনটি চালু করা হয় সামরিক বাহিনীতে। এই আইনে বলা আছে, সামরিক বাহিনীর সমকামী সদস্যদের নিজেদের সমকামিতার বিষয়টি গোপন রাখতে হবে। এটা প্রকাশ পেলে তাকে বরখাস্ত করা হবে।

এই আইনের কারণে মার্কিন সামরিক বাহিনী থেকে গত কয়েক বছরে ১২ হাজারের বেশি সদস্যকে বরখাস্ত করা হয়। সমকামীদের প্রতি সহানুভূতিশীল ওবামা সম্প্রতি নিউজিল্যান্ড ও সামোয়ার রাষ্ট্রদূত হিসেবে সমকামী আইনজীবী ডেভিড হিউবনারকে নিয়োগ দিয়েছেন। "আফসোস- এ ধরনের প্রকাশ্য প্রকৃতির নিয়মলংঘনকারি/পাপাচারিদের সমথনদাতা নোবেলো পায়। " নাকি নিজেদের ধ্বংষ করার জন্য -নিজেরাই যথেষ্ঠ। নাকি মিথ্যা মিছা কইলাম ? আমাগো কোরানতো নাকি সফলতাও পায়নি।

ওদের বই কিতাব পাইছে--বুইঝছুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.