অফিসের কনফারেন্স রুমে মিটিং চলছে। লাইট অফ। বসের হাতে ওএইচপি র রিমোট। নানা রিপোর্ট আর গ্রাফের আঁকি বুকি আসতেই আছে। সব ডাউনওয়ার্ড ট্রেন্ড..
বস বক্তৃতা দিচ্ছেনঃ
প্রিয় অফিসার মন্ডলী, অফিস আজ ফাঁকিবাজে ভরপুর।
কাজে ফাঁকি দেয়াটা যেন আজ সবার রোগে পরিনত হয়েছে। অথচ কেউ বুঝতে চাইছেনা, এর ফলে উন্নয়নের চাকা কি পরিমান রিভার্স গতি পাচ্ছে। আজ যদি আমরা আমাদের পূর্ন প্রচেষ্টা কাজে না লাগাই, তা হলে এই প্রতিষ্ঠানের কর্পোরেট গোলের কি হবে!! আমি সত্যি খুব হতাশ !!!!!!!!!!
তবে এত হতাশার মাঝেও কোন কোন ডেডিকেটেড কর্মীর কথা না বললেই না যারা কাজ-কাজ-কাজ এই মন্ত্রে নিজেদের পরিপূর্ণরূপে দীক্ষিত করেছে।
এই বলেই তিনি দিলেন রিমোটে চাপ, এবং
...
..
..
..
..
..
..
..
..
বস বলে চলেছেন। দুঃখিত, আমি এই নিবেদিতপ্রান কর্মীকে দেখতে পাইনি, তবে তাঁকে উঠে দাঁড়াতে বলছি।
COZ he is the employee of the YEAR..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।