আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাত্রে ঘুম ফুরিয়ে গেলে

শঙ্খপাপ আমার

খুব অযৌন দেখি তোমার চুলের উপস্থিতি, ঘুমের শুদ্ধিপত্র। বিছানায় অঙ্কিত ফুলগুলোর আলগা ছেড়ে সহাস্যে উঠে আসে রাতের চোখ, মশারীর ভিতর তোমার বুকের 'পরে সুতোর শিল্পায়ন দেখি। পাশ ফিরে ঘুমাতে গেলে উচ্ছন্ন সৈনিকের বুটের শব্দ নিয়ে ছিঁড়ে যায় বোতামের জমাট। কাল আমাকে আবার সুঁই-সুতোর বিজন নিয়ে বসতে হবে- অথচ বোতামফুলের রঙঘ্রাণ ভুলে গেছি! শার্সিতে রোদের বিতরণ দেখে হয়তো কাল সকালে অফিসে না গিয়ে স্লেটে শিশুর অক্ষরের আগ্রহ নিয়ে ব্যালকনিতে বাতাসকে সময় দিবে। আমি সংসারিক বিঘ্নকে। তুমি রুদ্রপলাশের খরতা লয়ে আমায় পাশে ডাকবে, আমি যেমন তোমাকে রেখেছি মশারীর তাবুতে। কেবল তোমার চোখদুটি দেখবে না আমার চোখের খরায় ঘুমের উপস্থিতি। ড্রিমবাতির আলোয় ছেঁকে দেখি সম্পর্কের ফেন চোখে তোমার ঘুমের মাত্রার চোখে। ======================= মূল রচনাকাল: ২২/৭/২০০৮, অটোয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.