দারিদ্রতা আজ আমাকে
করেছে যে নিঃস্ব!
দিচ্ছেওনা সহায়তা,
আমাকে উন্নত বিশ্ব!
নিজস্ব স্বকীয়তায় তাই,
আজ হয়ছি কবি,
ইচ্ছে আছে হারিয়ে দিতে
ওই বিশ্ব কবি “রবী”!
বিরি খাওয়ারো নেই টাকা আজ,
বান্ধবী পায় দেনা,
অকালে আজ চুল হারিয়ে,
যায়না আমাকে চেনা।
অবশেষে ব্লগ লিখে তাই,
বলছি মনের কথা...
ব্যাংক একাউন্ট এর নং: দিলাম,
বন্ধুরা কোরো সহায়তা!!!
(D.B.B.L.-126.101.699.72)
দুঃখ আমার বুঝবেনা কেউ,
বলবে নেট এর “ভিখারী!”,
সান্তনা দেই নিজেকে আজ,
ভেবে নেট এর “শিকারী”!
এক ললনার প্রেম এ ধোকা খেয়ে,
স্টাডি লাইফ টাও নস্ট!!!
দুঃখে ভরা জীবন আমার
হায়রে কত কস্ট!!!
যাই হোক বন্ধুরা,
কবিতা ভালো লাগলে কোরো,
হালকা পাতলা ডোনেশন!
(আসলে খুব সুখেই আছি,
করছি শুধুই রিক্রিয়েশন!!!)
হা,হা,হা,হা,হা..................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।