আমাদের কথা খুঁজে নিন

   

২০০৯ সালের মুক্তি পাওয়া ও প্রতীক্ষিত কিছু ইংরেজি মুভি

কি লিখব- নিজেকে নিজেই চিনি না

অফিসে বসে বসে ইউটিউবে ইংরেজি মুভির ট্রেলার দেখছিলাম। কয়েকটা মুভির ট্রেলার তো খুবই আকর্ষনীয় মনে হলো, তারই কিছু সবার সাথে শেয়ার করলাম। ১. AGORA ইতিহাসখ্যাত দার্শনিক-জ্যোতির্বিদ হাইপেশিয়া ও তার কৃতদাস দাভুসের মধ্যকার সম্পর্কের টানাপোড়ন নিয়ে ছবি। হাইপেশিয়ার ভূমিকায় আছে রাচেল উইজ। link: http://www.youtube.com/watch?v=RbuEhwselE0 ২. 2012 মানুষের সৃষ্ট কারণে ২০১২ সালের ২১ ডিসেম্বর দুনিয়া ধ্বংস হয়ে যাবে - এরকম একটা থিম নিয়ে তৈরি ছবি।

'Day After Tommorow' মুভির পরিচালকের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরেকটি ছবি। link: http://www.youtube.com/watch?v=Hz86TsGx3fc ৩. AVATAR নাম শুনেই মনে হচ্ছে এটা একটু আলাদা ছবি। এই ছবির মাধ্যমে ১১ বছর পর ছবি পরিচালনায় নাম দেখা যাবে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের। ত্রিমাত্রিক সাই-ফাই টাইপের এই ছবিকে ফিল্ম ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ট্রেলার দেখে তো আমি সেরকম ইমপ্রেসড।

link: http://www.youtube.com/watch?v=d1_JBMrrYw8 ৪. JENNIFER'S BODY এটি একটি ব্ল্যাক কমেডি ও হরর মুভি। মেগান ফক্স এই ছবিতে একজন কিশোরী সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছে যে কিনা তার ছেলে সহপাঠীদের মেরে ফেলতে থাকে। ছবিতে মেগান ফক্সের এক্সপ্রেসন দেখার মতো। link: http://www.youtube.com/watch?v=VYQ19JM_M1g ৫. NEW MOON হিট ছবি টুইলাইট এর সিক্যুয়েল। মুক্তি পাবে ২০ নভেম্বর, ২০০৯।

বলা হচ্ছে আগেরটা থেকে এর কাহিনীবিন্যাস আরো ভালো। নায়কের চরিত্রে রবার্ট প্যাটিনসন আরো বেশী ম্যাচিউরড। link: http://www.youtube.com/watch?v=RnyDdfVgqnQ ৬. THE BOX ক্যামেরন দিয়াজের নতুন মুভি 'দ্য বক্স' হরর জেনারের। এক রাতের বেলা দিয়াজ ও তার স্বামী (জেমস মার্সডেন) রহস্যময় বাক্স পান। তারপর থেকেই তাদের পরিবারে ঘটতে থাকে ভয়ংকর সব ঘটনা।

কেননা বাক্সটির আছে অলৌকিক ক্ষমতা। link: http://www.youtube.com/watch?v=LVK-hVGqCpo ৭. POST GRAD সদ্য স্নাতক পাস করা এক তরুণীর রিসেশনের সময় চাকরি পাওয়া-না পাওয়া নিয়ে কমেডি মুভি। ইয়ং জেনারেশন ও তাদের ক্যারিয়ার প্ল্যানকে ফোকাস করে ছবিটি তৈরি। link: http://www.youtube.com/watch?v=iFR4SgfqAFc ৮. (500) DAYS OF SUMMER প্রেমে পড়া নিয়ে রোমান্টিক কমেডি মুভি। ট্রেলারটা দেখে ভালোই লাগলো।

link: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।