সহজ সরল
আমপাতা জোড়া জোড়া,
মারব চাবুক সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া ক্ষেপেছে
আজ অনেকদিন পর ছোটবেলায় পড়া এই ছড়াটার কথা মনে এল! পুরোটা ভুলে গেছি। কেউ কি একটু বলে দিবেন?
কাল সারাদিন বৃষ্টি হলো। কী যে ভাললাগছিল দেখতে। অথচ, ভেজা যায় না, জল অসম্ভব ঠান্ডা। ব্যাঙের ডাক নেই।
ব্যাঙের ডাক না হলে বৃষ্টি অসম্পূর্ণ থাকে। হুঁ।
বৃষ্টিদিনে বাইরে গেলে অবধারিত জিনিস হলো ছাতা। অনেকে ছাতা হারিয়ে ফেলে, আমার অবশ্য সেই অভ্যেস নেই। ছাতার উপর যখন টুপটাপ বৃষ্টি ঝরে, আমার গ্রামের টিনের চালে বৃষ্টিছন্দ মনে পড়ে।
সবচেয়ে সুন্দর শিলাবৃষ্টির শব্দ।
শিলাবৃষ্টি পড়লে আমগুলো দাগ নিয়ে থাকতো। আমার দাদী বলতো দাগওয়ালা আম খেলে দাঁতে পোকা হয়, আর পোকাওয়ালা আম খেলে সাঁতার শেখা যায় দ্রুত। হি হি হি। দাদীটা বোকা ছিল অনেক।
যদিও বোকা মানুষরা মায়াবী হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।