পাখি পর্ব চলছে
গত কোরবানীর ঈদের পরের দিনের ঘটনা। আমি আর আমার দুই বন্ধু মিলে একটা বিশেষ কাজে গিয়েছিলাম বিরিশিরি। অবশ্য সেখানে পৌঁছাবার পূর্বে আমরা বেশ একটা মোটরবাইক জার্নি দিয়েছিলাম। যাইহোক, অনেক কষ্টে আমরা বিরিশিরিতে পৌঁছে একটা রুম পেলাম। আমার এক বন্ধু রাতের খাওয়া দাওয়ার পরে বলল, এখানে এসে যদি এক পাত্তর রস না খেলাম তাহলে আসাটাই বৃথা।
আমরা রাজি হলাম। অনেক খুঁজে পেতে আমরা জোগার করে ফেললাম প্রায় দুই লিটার স্থানীয় মদ। উল্লেখ্য, বিরিশিরির গারো সম্প্রদায় নিজেদের খাওয়ার জন্য নিজেরাই বিশেষ মদ তৈরী করে। আমরা সেভেন আপের বোতলে ভরে রুমে নিয়ে এসে খেতে শুরু করলাম। অদ্ভুত এক অভিজ্ঞতা! প্রথম প্রথম কিছুই মনে হল না।
কিছুক্ষণ পরে মনে হল মাথা গরম হয়ে যাচ্ছে। চুলের গোড়া দিয়ে দু'এক ফোঁটা ঘাম কপাল বেয়ে নামতে শুরু করল। YMCA-এর রেস্ট হাউজের পাশেই একটি বাড়িতে তখন খোল, করতাল যোগে গাসপাল হচ্ছিল। প্রভূ যীশু এর গুণকীর্তন, বাঙ্গালী স্টাইলে। এক অবর্ণণীয় মাদকতায় আমরা ভাসছিলাম তিন জনে।
এমতাবস্থায় আমার প্রথম বন্ধু বলল, বাংলা খেয়ে কেউ বাংলায় কথা বলতে পারবে না। সবাইকে ইংরেজিতে কথা বলতে হবে। আমরা রাজি হলাম। সবাই যে যার মতো করে ইংরেজিতে কথা বলতে শুরু করলাম ভুলভালের নিকুচি করে। এবং ভাবতে থাকলাম, আমরা ভালই ইংরেজি জানি।
হা হা হা। আমরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছি। বলছিতো বলছিই। কী বলছি জানি না। মাথার ভেতর তখন দু'টি জিনিস খেলা করছে।
এক, মদ, দুই, গাসপাল। এখন অবশ্য গাসপালের লাইনগুলো আর মনে নেই। তবে মনে আছে সুরটা কীর্তনের।
হঠাৎ আমার দ্বিতীয় বন্ধু বলে বসলো,When U take some Bangla, all english from your stomach is comes out. আমরা অবশ্য খনিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। প্রাথমিক ধাক্কা সামলিয়ে-হা হা হা, নো বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।