আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ূর পরিবর্তন ও বিপর্যয়



মানুষের ব্যক্তি স্বার্থ মগ্ন-ভাবনা নীচুতা ও হীনতার পরিচয় কিনা? বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বের সকলেই হউন অনন্য। মৌজ ও আনন্দ-স্ফুর্তি বিকৃত চরিত্রেরই প্রকৃতি। মানুষ ব্যক্তি স্বার্থে প্রকৃতিকে খুবলে-খাবলে খেয়েই যাচ্ছে। এতে মানুষ নিজেকেই ধ্বংস করতে সর্বংসহা এ বিশ্ব প্রকৃতিকে নিরন্তর আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত করে চলেছে। লালসাগ্রস্ত পুঁজিপতিরা জলবায়ূর বিকার সৃষ্টি করে তারা জৌলুষ ও শিল্প বিপ্লবের নামে ধ্বংস করেছে মানব সভ্যতাকে। আজ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ বন্ধে প্রয়োজন শিল্পোন্নত দেশের স্বদিচ্ছে। নইলে বিশ্বের সকল প্রকার শান্তিকে ভয়াবহ রুপে বিঘ্নিত করবে ও করছে তা ভাবতেও গা রীতিমতো শিউরে ওঠে। প্রকৃতির রুদ্র রোষানল অপেক্ষা করছে হয়তো সভ্যতাগর্বী মানুষের সব অর্জন এখনই ব্যবস্থা না নিলে দিতে হবে বিসর্জন। ফলে হতভাগ্য যতো দেশ জ্বলে-পুড়ে-ডুবে নিমেষে হবে নিঃশ্বেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।