আমাদের কথা খুঁজে নিন

   

দল ও ভোটনির্ভর গণতন্ত্র পশুত্বের দিকে নামিয়ে দেবে, মনুষ্যত্বের দিকে নয়



আমাদের কাঙ্খিত সমাজটি কেমন? যেখানে থাকবে পারষ্পরিক বিশ্বাস ও আস্থা, এবং পারষ্পরিক সম্মান। দোষে গুণেই মানুষ, কিন্তু আমরা চাই দোষকে ছাপিয়ে গুণগুলো বিকশিত হোক। কাঙ্খিত এ সমাজে আমরা প্রত্যেকেই নিজের থেকে অপরকে ভাল হিসেবে দেখব ও চিম্তা করব, অপরের দোষগুলোকে ঢেকে রেখে তার গুণগুলোকে প্রকাশ করব। ফলে সমাজে গুণের চর্চা বাড়বে ও দোষগুলো নিজেদের চরিত্র থেকে দূর হবে। এভাবে মনুষ্যত্বের উচ্চ পর্যায়ে উঠে সুন্দর একটি সমাজ তৈরীতে সবসময় সচেষ্ট থাকব। কিন্তু বর্তমানের দলভিত্তিক ও ভোটনির্ভর গণতান্ত্রিক ব্যবস্থায় আমাকে বলতে হচ্ছে, “আমার পরিকল্পনা অপরের থেকে ভাল, আমি অপরের থেকে ভাল, আমাকে ভোট দাও”। আমার প্রতিদ্বন্দীও তার নিজের করে একই কথা বলবে। এ ব্যবস্থা স্বাভাবিকভাবেই আমাদেরকে মনুষ্যত্বের নয়, পশুত্বের দিকে নামিয়ে একটি অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে নিয়ে যায়। এজন্য দল ও ভোটনির্ভর গণতন্ত্রের যে চর্চা বর্তমানে হচ্ছে তা আমাদেরকে পশুত্বের দিকেই নামিয়ে দেবে, মনুষ্যত্বের দিকে নয়। তাই কি আমাদের চারপাশে দেখতে পাচ্ছি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।