বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের এলজিইডি মোড়ে পিকেটাররা একটি মোটরসাইকেল ভাংচুর ও চার আরোহীকে মারধর করে।
মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে আহত হন শহরের রেলওয়ে কলোনীর আব্দুল্লাহ (২২), শাহাদত (২৩), হাকিম (২১) ও সুজন।
আহতদের মধ্যে আব্দুল্লাহকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া সকালে পিকেটাররা এলজিইডি মোড়ে ৫/৬টি, কাজিপুর মোড়ে একটি, রহমতগঞ্জ কাঠের পুলে দুইটি মোটরসাইকেল ভাংচুর করেছে।
শহরের গোশালায় কাঁচামালের আড়তের সামনে একটি ট্রাক ও শহরের কয়েকটি স্থানে বেশ কয়েকটি রিকশাভ্যান ভাংচুর করেছে পিকেটাররা।
সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি শহরে মিছিল করেছে।
হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।
তবে, শহরের রিকশাভ্যান এবং মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক আছে।
সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেল আরোহীদের মধ্যে আশংকাজনক অবস্থায় আব্দুল্লাহকে ঢাকা পাঠানো হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাবের টহলও চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।