আমাদের কথা খুঁজে নিন

   

এসো মা লক্ষ্মী বোসো ঘরে, আমার এঘরে থাকো আলো করে ......


আজ কোজাগরী লক্ষ্মীপূজো ......সবাইকে অনেক অনেক শুভেচ্ছা Click This Link শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি; সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে আমার এঘরে থাকো আলো করে; এসো মা লক্ষ্মী বোসো ঘরে আমার এঘরে থাকো আলো করে। আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট, পান-সুপারি সিঁদুর দিলাম দু’হাত ভোরে ধন-ধান্যে ভরো আমার এঘর। এসো মা লক্ষ্মী বোসো ঘরে আমার এঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি; সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমার এঘরে, এসো মা লক্ষ্মী বোসো ঘরে আমার এঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বোসো ঘরে আমার এঘরে থাকো আলো করে।।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।