আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালার উপ্রে যন্ত্রনা!!!!!!!!!!!!! ইন্টারনেটের এই কি দশা??????????????????

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ঈদের দিন সকালে বৃষ্টি হইছে।

সেই থিকা শুরু। ইন্টারনেট দুনিয়ার স্লো। কোন ফাইল ডাউনলোড করতে গেলে ১০কেবি পাই। কিন্তু একসাথে দুইটা ওয়েবসাইট চালু করতে গেলে কোনটাই আহেনা। মাঝেমধ্যে একটা চালু করলেও চালু হয়না।

কি করবো কিছু বুঝতেছি না। ইন্টারনেটের অফিসে কল করলে বলে ঠিক হয়া যাবে। কাজ চলতেছে। কিন্তু ১৫দিন ধইরাও ওদের কাজ শেষ হয়নাই। এখন বহুত কষ্টে ব্লগাইতেছি।

পোস্ট দিয়া শিওর থাকবার পারিনা পোস্ট যাইবো নাকি যাইবোনা। । । । কোনকিছু আপলোড করতে গেলে আপলোড হয়না।

আপলোড স্পিড দেখায় ০.৮কেবি..... (পোস্টের ইমেজখান আপলোড হইতে পাক্কা ১০মিনিট লাগছে। । । । ।

। । । )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।