আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি এসএমএস ওয়ারিদে - যত ইচ্ছে তত

ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা
বাংলাদেশের মোবাইল কোম্পানীগুলো এখন দারুন স্মার্ট। দারুন দারুন সব সার্ভিসের মধ্যে এখন জোস একটা দিচ্ছে তাদের ওয়েব সাইট থেকে নিজস্ব অপারেটরে এসএমএস পাঠানোর সুবিধা। গ্রামীনফোন এই সার্ভিসের জন্য প্রতিটি এসএমএসের জন্য ২ টাকার বদলে নিচ্ছে এক টাকা, যেখানে ওয়ারিদ দিচ্ছে সম্পূর্ণ ফ্রি! এই সার্ভিস পাওয়ার জন্য আপনার মোবাইল নাম্বারটা ওয়ারিদ ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করলেই হবে - ব্যাস। এরপর পাঠানো যাবে যত ইচ্ছা তত এসএমএস - অন্য যে কোন ওয়ারিদ নাম্বারে। প্রথমে তাদের পোর্টালে গিয়ে Create Profile Click Here - এ ক্লিক করুন।

রেজিষ্ট্রেশন পেইজে নিজের ওয়ারিদ নাম্বারটা লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। মোবাইলে একটা একটিভেশন কোড পাঠানো হবে। পরের পেইজে সেই একটিভেশন কোডটি, একটি পাসওয়ার্ড, এবং কনফার্ম পাসওয়ার্ড লিখে সাবমিট করুন। পরের পেইজে একটি সিকিউরিটি প্রশ্ন এবং উত্তর লিখে সাবমিট করলেই মামলা খতম। এবার লগ-ইন করে বামদিক থেকে ওয়েব-টু-এসএমএস অপশনে ক্লিক করে যত খুশি এসএমএস পাঠান যেকোন ওয়ারিদ নাম্বারে - পুরা ফ্রিতে! মধ্যপ্রাচ্যে থাকার কারনে মোবাইল থেকে দেশে একেকটা এসএমএস পাঠাতে গলাকাটা পয়সা খরচ হয় - বাংলাদেশের প্রায় বারো টাকা।

কিন্তু বউকে তো এসএমএস পাঠাতেই হবে। নেটে থাকলে ওয়াদজা থেকে পাঠাতাম। কিন্তু সেখানে প্রতিটা এসএমএসের নীচে থাকে বিরক্তিকর বিজ্ঞাপন। আর মেসেজও পাঠানো যায় অনেক ছোট। তার উপর এক দিনে তিনটার বেশী না।

সুতরাং ব্যবহার কর অনেকগুলো একাউন্ট! গতকাল গ্রামীনফোনের সাইট ঘাটতে ঘাটতে আবিষ্কার করি ওয়েব-টু-এসএমএস জিনিসটা। যেকোন গ্রামীনফোনে এসএমএস পাঠাতে যাবে এক টাকা। দেশে এক বন্ধুকে ফোন করে যখন নতুন একটা জিপি সিম কিনতে বলি, সে বলে ওয়ারিদে এই সার্ভিস পুরা ফ্রি। সুতরাং বউর সিমটাই রেজিরেষ্ট্রেশন করে একটিভেশন কোডটা পাঠাতে বলি। রেজিষ্ট্রেশন শেষ করে তার সীম থেকেই তাকে একটা এসএমএস পাঠাই।

সে তো অবাক! বলে আরে, এইটাতো আআআমার নাম্বার!! এইবার নেটে থাকলে যত ইচ্ছা এসএমএস পাঠাই তার নাম্বারে..পুরা ফ্রি! --------------------------------------------------------------------------------- Bangladesh Travel Assistance - Free travel info on Bangladesh
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.