চন্দ্রবিন্দু ও আরও অনেকে, হেঁটে হেঁটে, প্রতিটি শব্দ আমাদের, পার হয়ে যায়...
পরিত্যক্ততা চেখে চেখে এখন বুঝি
শুদ্ধতা বিঁকোয় সবুজের দামে।
রাত্রির চোখে যখন কান্না নামে,
আমার আকাশ তখন মেঘলা;
মেঘলা আকাশ দেখে আমি
রাজপথে নেমে আসি, বৃষ্টির পানি
লেগে নাকি
সব পরিত্যক্ততা শুদ্ধ হবে।
তা-ই যদি হয় তবে
এ দেশের হাজারো পরিত্যক্ত যোনীর কী হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।