পাকিস্তান যে কী রকম দল তা বোধ হয় নিজেরাও জানে না। টসে হেরে ব্যাটিং পেয়ে ''ব্যাটিং ভুলে যাওয়া'' স্টাইলে ব্যাটিং করে ৬ উইকেটে তুললো মাত্র ২০৫ রান। ২০৬ রানের মামুলি টার্গেট শক্তিশালী পেশাদার অস্ট্রেলিয়ার জন্য কোন সমস্যাই না। শুরুও তেমন হয়েছে। কিন্তু শেষ দিকে এসে পাকিস্তান এমন অদ্ভুতভাবে ঘুরে দাঁড়ালো এমন আজগুবী কাজ পাকিদের পক্ষেই সম্ভব।
শেষ বল পর্যন্ত খেলে প্রায় কাঁপতে কাঁপতে মাত্র ২ উইটেটে জিতলো অসিরা।
এরকম টানটান উত্তেজনাময় ম্যাচ ক্রিকেটে টাকায় ষোলটা পাওয়া যায় না।
পাকিস্তান এই অসম্ভব ম্যাচ প্রায় জিতে গিয়েছিলো ! জিততে না পারায় পাকিস্তানের হয়তো দল হিসাবে লোকসান হয়নি। ওরা আগেই সেমির টিকেট কেটে রেখেছিলো। লোকসান হয়েছে টুর্নামেন্টের।
সবচেয়ে আকর্ষণীয় ও শতকোটি মানুষের সমর্থনপুষ্ট ভারত বাদ পড়ে গেল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, শক্তিশালী শ্রীলঙ্কা আর ক্রিকেটের ঈশ্বরেরা (ভারত) বিদায় নেবার পর পুরো টুর্নামেন্টের আকর্ষণ যে তলানীতে গিয়ে ঠেকেছে তাতে আর সন্দেহ কী ?
এখন সেমি ফাইনালের লাইন আপ হলো-
সেমি ফাইনাল -১ : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ( ২ অক্টোবর )
সেমি ফাইনাল -২ : পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড ( ৩ অন্টোবর)
৫ অক্টোবর ফাইনাল।
এখন আমরা উপমহাদেশীয় দর্শকরা কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে...... কারণ উপমহাশে এখন শুধু পাকিময় !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।