নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই আমরা এতোদিন ওয়াল্টনকে দেশী পন্য হিসেবেই চিনতাম, যদিও বেশিরভাগ পন্য দেশের বাইরে থেকেই আমদানী। তার পরেও ব্রান্ড হিসেবে যেহেতু বাংলাদেশী তাই তাকে বাংলাদেশী পন্য হিসেবে মানতে সমস্যা নেই, সমস্যা হলো যখন তারা লিখে "মেইড ইন বাংলাদেশে"। নকিয়া ফিনল্যান্ডের পন্য হলেও চায়নাতে যে নকিয়া সেট তৈরী হয় সেখানে লেখা থাকে মেইড ইন চায়না। আমার মনে হয় ওয়ালটনেরও তাই করা উচিত। ব্রান্ড হিসেবে বাংলাদেশী আর বাংলাদেশে প্রস্তুত এক জিনিস নয়।
বেশ কিছুদিন হলো ওয়াল্টন তাদের প্যারালাল একটি ব্রান্ড স্টাবলিশ করতেছে নাম দিয়েছে মারসেল। ওয়াল্টনের পন্যগুলি আবার মারসেল নামে আলাদাভাবে ব্রান্ডিং করতেছে। এতে কি সুবিধা এটি তারাই বলতে পারবে। কিন্তু আমার মনে হয় তাদের পন্যের মানের বিষয়ে বেশি মনযোগ দেয়া উচিত। কারন তাদের পন্যের দাম মানের থেকেও অনেক বেশি।
ওয়াল্টনের পন্য দেখতে: http://www.waltonbd.com/
মারসেলের পন্য দেখতে: http://www.marcelbd.com/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।