আমাদের কথা খুঁজে নিন

   

শয়তানেরও সাধ্য নেই, শিবির তো কোন ছার

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । ৩ টা থেকে ১০ টা নয়। আন্দোলন চলবে সারাদিন, সারারাত। বিপ্লবী জনতার এই দাবীর সাথে আমার পূর্ণ একাত্মতা।

যদি সারাটি জীবনও প্রয়োজন হয়, তবুও আমরা আছি। জনগণের দাবী পূরণের পথে যত হিংস্র বাধাই আসুক না কেন, যত খুন, জখম, হরতাল থাকুক না কেন, আমরা আছি। কারণ আমরা জনগণ। আমরা বাংলাদেশী জনগণ। আমরা জানি কিভাবে আমাদের দাবী আদায় করে নিতে হয়।

দাবী আদায়ের পথে যদি কোন বাধা আসে, তাহলে আমরাও ছাড়বো না। শাহবাগ চত্বরে এক নারী এসেছিলেন তাঁর রাজাকার বাবার অপরাধের বিচার চাইতে। তাঁকে দেখেও তরুন শিবির কর্মীদের কিছু শেখার ছিল। কিন্তু তথাকথিত শিক্ষিত জামাত শিবির যদি তাদের আদর্শ চিনতে ভুল করে, যদি তারা অনুসারী হয় বিকৃত মস্তিষ্ক মানুষদের, তাহলে তো আর কিছু বলার নেই, করারও নেই। শুধু একটা কথাই বলার আছে, তারা যেন মনে রাখে, আমরা এখনো অহিংস আন্দোলন করছি।

এটা যেন তারা সহিংসতার দিকে বার বার টেনে নিতে না চায়। তাহলে চরম মূল্য কিন্তু তাদেরই গুনতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে মূল্য পরিশোধ করার মত অর্থ তাদের থাকবে না। রাজাকারদের ফাঁসি হবেই। তোরা কেন, স্বয়ং শয়তানও ওদের ফাঁসি আটকাতে পারবেনা।

বাংলার মাটিতে দাড়িয়ে বলে দিলাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।