আমাদের কথা খুঁজে নিন

   

পিক পিক গেম!

রিয়াল আমরা নানা সময় নানা ধরনের গেইম খেলে থাকি। এই গেইমগুলো সাধারণত আউটডোর,ইনডোর হয়ে থাকে। ইদানীং কম্পিউটার গেইমগুলো বেশ জনপ্রিয়। আজ আমি আপনাদের সামনে একটি গেমের কথা বলব। গেইমটি আপনাদের কাছে নিশ্চয়ই ভাল লাগবে।

এই গেইমের অনন্য বৈশিষ্ট্য হল-এটি খেলার জন্য আপনার কম্পিউটারে এত প্রসেসর,এত জিবি র্যা ম,হার্ডডিস্ক ইত্যাদি কিছুই লাগবে না। এটি খেলার জন্য আপনাকে ফুটবল,ব্যাট,বল,উইকেট ইত্যাদি খেলাধুলার উপকরণও লাগবে না। যা লাগবে তা হল কিছু পুরানো কাপড়। পুরানো,ছেড়া,অব্যবহৃত কাপড় হলেও সমস্যা নেই। চলুন খেলাটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।

খেলার নামঃ Pick Pick খেলা। খেলার ধরণঃ Strategy game. খেলার সময়ঃ প্রধানত শীতকাল, প্রধানত রাত। খেলার উপকরণঃ একজন মানুষ এবং কিছু কাপড়। খেলার নিয়মঃ এই খেলায় ICC,FIFA-র কোন রুল নেই। আপনিই এই খেলার জনক।

তাই আপনার রুলই এখানে গ্রহণযোগ্য। খেলার বর্ণনাঃ এই খেলা খেলার জন্য আপনাকে বাসা থেকে বের হতে হবে। আপনার হাতে থাকবে খেলার উপকরন কাপড়। আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে থাকুন, ফুটপাত দিয়ে হাঁটলে সবচেয়ে ভালো হয়। এবার আপনাকে যা করতে হবে তা হল আপনি চারপাশে তাকাবেন আর দেখবেন কোন শিশু অথবা বৃদ্ধ কুঁকড়ে বসে আছে কিনা।

ধরেন একজনকে আপনি দেখতে পেলেন- তাহলে তার সাথে কিছুক্ষণ কথা বলুন, পাশে চায়ের দোকান থাকলে তার সাথে এক কাপ গরম ধোঁয়া উঠা চা খান। (শিশু হলে ত কথাই নেই-হিমু স্টাইলে তার ঢিলে প্যান্টের নিচের দিকে খুলে যাওয়া নিয়ে একটা জোক তৈরি করেন)। এবার আপনি আপনার সঙ্গে আনা কাপড়গুলো থেকে একটি কাপড় দিয়ে দিন। খেলা আরও টান টান হবে যখন আশপাশ থেকে আরো চার পাঁচজন শিশু কিংবা বৃদ্ধ আপনাকে ঘিরে ধরবে। বাসায় ফিরে আয়নায় নিজেকে একবার দেখুন।

আপনি যে এত সুন্দর কেউ কি আপনাকে কোনদিন বলেছে? আজ আপনি নিজেই নিজেকে সুন্দর বলবেন। এই গেইমের ফার্স্ট ভারসন যদি আপনার মজা লাগে তাহলে সেকেন্ড ভারসন খোঁজার জন্য উঠেপড়ে লেগে যান। সহজেই পেতে পারেন। অনেক সংস্থা আছে আপনার এই গেইমকে আনন্দমুখর করার জন্য। চলেন না এই শীতে আমরা এই গেইম খেলে নিজে আনন্দ পাই আর অন্যকেও আনন্দ দেই! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।