আমাদের কথা খুঁজে নিন

   

মায়ে পতিতা বাপে লুচ্চা আর আমি জারজ রাজাকার

আমাদের চিন্তাই আমাদের সংজ্ঞায়িত করে রাজাকারদের বিচারের মত একটা পরিষ্কার আন্দোলনেও এখন ব্লগার খুন হয় । আর ভালো লাগতেছে না । যারা মানবতাবাদি তারা চুপ কেন ? কিসের ডিম পাড়ে তারা ? ব্লগেই গলা ফাটায় খালি ? দেশে কি হচ্ছে এসব ? দয়া কেউ কি একটা বার ভেবে দেখেছেন দেশ কোথায় যাচ্ছে ? আজকে একজন ব্লগার মারা গেলো । সে যতই কিছু লিখুক না কেন তার চিন্তা ধারা যেমন ই হোক না কেন তার জীবন নেয়ার অধিকার নাই কারো। এখন কাল শিবির নামে একজনের গলা কাটা যাবে ।

দোষ কার ? শুধুই শিবির নামধারীদের ? আমি বলি দোষ আমাদের সবার ! একটাবার কেউ কি ভেবে দেখেছেন যখন বলিঃ "একটা কইরা শিবির ধর , ধইরা ধইরা জবাই কর" তখন কি বলছেন ? "সে যতই কিছু লিখুক না কেন তার চিন্তা ধারা যেমন ই হোক না কেন তার জীবন নেয়ার অধিকার নাই কারো। " -এটাই আপনি বলেছিলেন না আগে? আপনি নিজেই আপনার দেশের একদল মানুষদের জবাই করতে চান ! বিচার চাওয়া তো পরের ব্যাপার। কেন? কারন বাংলাদেশ এর বিরুদ্ধাচারী এরা । তাই এদের দেখলেই মারতে হবে। আমি জানি না কোন মানুষ এখনো এই দেশ কে পাকিস্তান বানানোর ইচ্ছা করে কি না ,করলেই জবাই করতে চাওয়াটা উচিৎ কি না ।

কিন্তু মারতে হবে কোন কথা নাই । তাই যদি হয় তাহলে এবার বলেন ৭১ এ পাকিস্তানিরা আমাদের হামলা করেছিলো মেরে ফেলেছিলো --" বিচার চাওয়া তো পরের ব্যাপার। কেন? কারন **বাংলাদেশ এর বিরুদ্ধাচারী এরা । তাই এদের দেখলেই মারতে হবে। আমি জানি না কোন মানুষ এখনো এই দেশ কে **পাকিস্তান বানানোর ইচ্ছা করে কি না, করলেই জবাই করতে চাওয়াটা উচিৎ কি না ।

কিন্তু মারতে হবে কোন কথা নাই" **বাংলাদেশ আর পাকিস্তান উল্টায় বসান যখনি আমরা কাউকে দেখলেই জবাই করার কথা বলছি আমরা কি তাদের মতই আচরন করছি না ? একবার ভেবে দেখি কেউ? এভাবে কেউ বিনা বিচারে মারা শুরু হলে ভাল থাকবে কে ? জঙ্গিবাদ কেন উদ্ভব হবে না ?সেই সুবাদে fascism কেন আসবে না ? আর আমাদের দেশে এমনিতেই বাংলা ভাই হাবিজাবি কম নাই । দেশ আর দেশের মানুষকে ভালোবাসি বলেই কস্ট লাগতেছে এসব দেখতে । বিদেশে এসে প্রথম আমি আমার আমেরিকান বন্ধুটাকে বাংলাদেশ উচ্চারন শিখাইছি আগে। সেই দেশে এসব দিন দিন গলাকাটা লাশ দেখতে ইচ্ছা করে না আমার । যখন শিবিরের ছেলেপেলে ছাত্রলীগ বা পুলিশের গুলিতে মারা যায় যখন ছাত্রলীগের ছেলেপেলেদের শিবিরের লোকেরা রগ কেটে ফেলে রাখে , যখন ছাত্রদল আর ছাত্রলীগের সংঘর্ষে দু দলে আহত বা নিহতের খবর পাই তখন আমার কিছু যায় আসে না।

যখন থাবা বাবার খুনের খবর পাই তখনও আমার কিছু যায় আসে না। কারন এইভাবে আইন নিজের হাতে তুলে নেয়াকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে (নইলে শিবিরের ছেলেদের আইনের মাধ্যমে বিচার না করে এইভাবে পুলিশ বা ছাত্রলীগ দিয়ে খুন করা হত না ) আর সেইসাথে তাতে গলা মিলাচ্ছি আমরা ! বাহ !তাইলে শিবির থাবার গলা কেটে অন্যায়টা করল কোথায়? (ধরি শিবিরের কাজ এটা) ধর্মান্ধ আস্তিক বা কট্টর নাস্তিকদের আইনের মাধ্যমে প্রতিহত করে সামাজিক বিশৃঙ্খলা থেকে দেশ কে বাচাবে কে ? আরেকবার তাই জিজ্ঞেস করছিঃ আমাদের বিনাবিচারে মানুষ জবাই করার স্লোগান এর মাধ্যমে যে extreme terrorism আর fascism উদ্ভব হবে তার দায়ভার কার ? ? সাহস করে বলে ফেললাম । আজকাল একথা গুলো সাহস করে বলার ক্ষমতা একটু কমে গেছে মানুষের। আমার কথা বলা শেষ । যে যত ইচ্ছা হয় এখন বাপ মা তুলে গালি দেন ।

আমার মায়ে পতিতা বাপে লুচ্চা আর আমি জারজ শিবির জামাত রাজাকার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.