আমাদের কথা খুঁজে নিন

   

আহা গল্পের বই...ও একটি সাদামাটা প্রশ্ন.

ক খ গ ঘ...

ছোটবেলায় মনে আছে সপ্তাহে ৫-১০টাকা জমিয়ে, মাস শেষে যা আসতো তা দিয়ে কিনতাম গল্পের বই। বেশি পরতাম সেবা প্রকাশনীর বই। কম দাম, কিশোর ঊপযোগী বই। প্রিয় ছিল তিন গো্য়েন্দা। ২৫-৩৫ টাকা দাম।

পুরানো বইয়ের দোকানের মামা ছিল আপন মামার চেয়ে বেশি। ১০টাকা দিয়ে বই কিনে পরে ৮টাকায় ফেরত দিতাম ক্লাস সেভেনে চোখে চশমা উঠছিল- এই কারনে। কি যে আনন্দের ছিল সেই সব বই পড়তে তা মনে করতেই ভাল লাগছে। বন্ধুদের কাছ থেকে বই ধার করে এনেও পড়তাম। জন্মদিনে বই উপহার পেলে কি যে ভাল লাগতো!! কিন্তু এখনকার কিশোর রা কি বই তেমন পড়ে? নাকি টাকা জমিয়ে গেম খেলে? ধার করে এনে সিডি গেম লোড করে? আমরা জন্মদিনে কি বই গিফট দেই? আজ এক ছোট ভাইকে বই গিফট করে মনটাই খারাপ হল শুধু।

বই পড়া স্বভাব কি কমে যাচ্ছে আমাদের??? আমার মনে হ্য়, সবাই এ প্লাস পাবার জন্য সব বিষয়ে এত এত কোচিং করে যে তাদের আর নিজস্ব জগত তৈরির সুযোগ থাকে না । বই এর জগতে যাবার মন আর এনার্জি থাকে না। এখনকার পোলাপানের পিসি কিনার ৫-৬মাসের মধ্যেই চোখে চশমা ! আমার ২ভাগনে ভাতিজার সেম কেস হাজার হাজার এ প্লাস তৈরি করতে গিয়ে আমরা কি জাতি হিসেবে পিছিয়ে যাচ্ছি? প্রশ্ন থাকলো... (পোস্ট টা ডিসেম্বর ২০০৭ এ লেখা- তখন গুছিয়ে লেখি নাই, পারিও নাই- আজকে হালকা এডিটও করলাম , ভাবছি বই এর উপর পরে আরেকটা পোস্ট দিব )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।