আমাদের কথা খুঁজে নিন

   

১১ বছরে চ্যানেল আই



১১ বছরে চ্যানেল আই বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলার এক দশক পেরিয়ে ১ অক্টোবর পা রাখছে একাদশ বর্ষে। চ্যানেল আইর শুভ জন্মদিন উপলক্ষে রাত ১ টা এবং সকাল ৯·৫০ মিনিটে প্রচার হবে গ্রামীণফোন ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। সকাল ১১·০৫ নিমিট থেকে সারাদিনজুড়ে দেখানো হবে চ্যানেল আইর জন্মোউৎসব অনুষ্ঠান ‘১১ বছরে চ্যানেল আই’। চ্যানেল আই’র তেজগাঁওস্থ নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। রাতে বিশেষ আকর্ষণের মধ্যে ৭·৫০ মিনিটে থাকবে হুমায়ূন আহমেদ নির্মিত নাটক ‘বনকুমারী’। রাত ১১·৩০ মিনিটে প্রচার হবে ‘আমার জন্মদিনে যারা নেই’। চ্যানেল আইয়ের যাত্রা শুরু করে ১৯৯৯ সালের ১ অক্টোবর। সুস্থ বিনোদন, সঠিক তথ্য ও জনকল্যাণ এই তিনটি বিষয় চ্যানেল আইর পথচলার এক প্রধানতম ল্যক্ষ হিসেবে কাজ করে যাচ্ছে। ২০০১ সালের ১ অক্টোবর চ্যানেল আইর তৃতীয় বর্ষে পদার্পণের শুভমুহূর্তে যাত্রা শুরু করে চ্যানেল আই সংবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।