সকল অন্ধকারের হোক অবসান
মহাকাশে এবার পর্যটন করতে গেছেন সার্কাসের একজন ক্লাউন। মহাকাশ যাত্রায় অন্য পর্যটকদের আনন্দ দিতেই ক্লাউন গাই লালিবার্তি মহাকাশযানে উঠেছেন।
এ যাত্রায় একজন ক্লাউন ছাড়াও থাকছেন রুশ নভোচারী ম্যাক্সিম সুরায়েভ এবং মার্কিন মহাকাশযাত্রী জেফরি উইলিয়ামস। রাশিয়ার তৈরী সয়ুজ টিএম সিক্সটিন মহাকাশ যানটি যাত্রীদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ দিন অবস্থান করবে।
শুধু মহাকাশ পর্যটন নয় এই অভিযানের মধ্য দিয়ে “বিশুদ্ধ পানি সবার জন্য”আন্দোলনকেও সামনে আনা হবে। আজই দুপুরের দিকে মহাকাশযানটি মহাশূন্যের দিকে যাত্রা শুরু করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।