বিশ্বে খারাপ প্রেমিকদের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে জার্মান পুরুষরা। ১৫ হাজার নারীর ওপর এক জরিপে দেখা যায়, জার্মান পুরুষদের গায়ে নাকি কটুগন্ধ। সেজন্যই তারা প্রেমিক হিসেবে খারাপ। মার্কিনি পুরুষরা নারীদের ওপর আধিপত্য করতে চায় বলে নারীদের কাছে তারা অপছন্দনীয়। ব্রিটিশ প্রেমিকরা অনেক বেশি অলস বলে জরিপে জানা যায়।
সুইডিশ পুরুষরা প্রেমের েেত্র চূড়ান্ত অবস্থানে যেতে নাকি বড় বেশি তাড়াহুড়ো করে। আর হল্যান্ডের পুরুষরা অনেক বেশি কর্কশ আচরণ করে প্রেমের ব্যাপারে। এরপর ধারাবাহিকভাবে খারাপ প্রেমিকদের অবস্থানে রয়েছে গ্রিস, ওয়েলস, স্কটল্যান্ড, তুরস্ক, রাশিয়ার পুরুষরা। তবে নিউক্যাসলের নারীদের কাছে ব্রিটিশ পুরুষরাই সবেচে আকর্ষণীয়।
অন্যদিকে পশ্চিমা বিশ্বজুড়ে চালানো এ জরিপে সেরা প্রেমিক পুরুষের অবস্থানটি অর্জন করেছে স্পেনের পুরুষরা।
এরপর রয়েছে ব্রাজিল ও ইতালি। পরের অবস্থানে রয়েছে ফ্রান্স, আয়ারল্যান্ড, দণি আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, কানাডার পুরুষরা। বিশ্বের ২০ টি দেশের নারীদের মধ্যে চালানো এ জরিপের ফলাফল প্রচার করা হয়েছে বৈশ্বিক গবেষণা সাইট -এ। ওয়ানপোল ডট কমের এক মুখপাত্র বলেন, এ জরিপের ফলাফলে বিশ্বজুড়ে হাজার হাজার পুরুষের টনক নড়বে এবং নারী ভ্রমণকারীদের নতুন প্রেমিক বেছে নেয়ার েেত্র এ জরিপ অনেক কার্যকর ভূমিকা রাখবে।
বাংগালী প্রেমিকদের উপর এখনো জরিপ হয় নাই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।