আমাদের কথা খুঁজে নিন

   

ভাইন্গালামু............... রিটায়ার করুম

ক খ গ ঘ...

ভাইন্গালামু, কিচ্ছু রাখুম না। দিনটা ব্যাপক ক্যারফার উপ্রে দিয়া গেল। ৩টাকার পোস্টাল স্ট্যামপ কিনতে গিয়া ৩০মিনিট লাগছে। এক ভুটকি মহিলা ভুড়ি সামলাইয়া স্ট্যাম্প দিয়ার টাইম পায় নাই। আবার নাকি ভাংতি নাই, পরে নিয়া আসতে কৈছে।

৪টাকা ভাংতির লাইগা আরও আধা ঘন্টা নস্ট করার টাইম হেইবেটির থাকলেও আমার ছিল না। বেটি এমনেই আমার সব কাম নস্ট করছে। রাস্তায় হাটতেছিলাম পুরা ফিটফাট হৈয়া। এক গাড়ি দিল ভিজাইয়া, যেই অফিসে যাইতেছিলাম, গেছিও- তয় কাম হয় নাই। ঐ ভিজানিতেই সর্বনাশ।

মুবাইলে টাকা ভরতে গেলাম। ব্যাটা ৪ রে ইংরেজি ৮ভাইবা দিছে অন্য নাম্বারে পাঠাইয়া। এখন কয় দুষ নাকি আমার। শালার মনিটর, মনে হয় উজালা নীল খাইছে, সবডি নীল দেখি। কাহিনী গেবেষনা কৈরা বুঝলাম এজিপির দোষ।

ঐটা আবার বিল্ট ইন। রাগে দিলাম বারি কেসিং এ। শয়তানের বাক্স পিসি দেখি ঠিক হৈছে। এখন নীল নাই। তয় খালি ভাইংগালাইতে মনে কইতাছে।

কিচ্ছু ভাল্লাগে না... সামুতে ২বছর কৈরা( বুইড়া হইয়া যাইতেছি- বিয়া করতে মন্চায়( ২ বছর পুরা কৈরা ফেললাম সামুতে) - এই পোস্ট দেখুন ) এখন রিটায়ার করতে মন চাইতেছে। মনটা ব্যাপক খারাপ আসলে অন্য কারনে, শেয়ার করতে পারুম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.